Vivo Y72 5G: ১৫ জুলাই ভারতে লঞ্চ হতে পারে এই ফোন, দেখুন সম্ভাব্য ফিচার
ভারতে ভিভো ওয়াই৭২ ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার কম হবে বলেই মনে করছেন গ্যাজেট বিশেষজ্ঞরা।
ভারতে আসছে ভিভোর নতুন ৫জি স্মার্টফোন। শোনা গিয়েছে, এবার দেশে লঞ্চ হবে ভিভো ওয়াই৭২ ৫জি ফোন। সম্প্রতি একটি নতুন রিপোর্টের মারফৎ জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। একজন টিপস্টারও ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন রঙের অপশন প্রকাশ করেছেন। সেই সঙ্গে প্রকাশ হয়েছে ফোনের সমাভ্য কিছু ফিচারও। উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে তাইল্যান্ডে লঞ্চ হয়েছিল ভিভোর ৫জি স্মার্টফোন ভিভো ওয়াই৭২ ৫জি।
টিপস্টার যোগেশ ভিভোর এই নতুন ফোনের একটি পোস্টার প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে ড্রিম গ্লো এবং গ্রাফাইট ব্ল্যাক, এই দুই রঙে ভারতে পাওয়া যেতে পারে ভিভো ওয়াই৭২ ৫জি ফোন। অন্যদিকে, 91Mobiles- এর রিপোর্টেও বলা হয়েছে ভিভোর নতুন ৫জি স্মার্টফোন ১৫ জুলাই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, ফোন কেনার জন্য এইচডিএফসি, আইসিআইসিআই এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের মাধ্যমে টাকার লেনদেন হলে ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ভারতে ভিভো ওয়াই৭২ ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার কম হবে বলেই মনে করছেন গ্যাজেট বিশেষজ্ঞরা।
ভিভো ওয়াই৭২ ৫জি ফোনের সম্ভাব্য কয়েকটি বৈশিষ্ট্য
- টিপস্টার যোগেশ যে পোস্টার প্রকাশ্যে এনেছেন, তার মাধ্যমে জানা গিয়েছে, ভিভ ওয়াই৭২ ৫জি স্মার্টফোনে ৮ জিবি র্যামের সঙ্গে আবার ৪ জিবি এক্সটেন্ড র্যাম ফিচার থাকতে পারে।
- এই ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০Hz।
- গত মার্চ মাসে তাইল্যান্ডে ভিভো ওয়াই৭২ ৫জি ফোন লঞ্চ হয়েছে। অনুমান ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সেই ফোনের ফিচারের মিল থাকবে।
- ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।
- ভিভো ওয়াই৭২ ৫জি ফোনে একটি MediaTek Dimensity ৭০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনের অনবোর্ড স্টোরেজ হতে পারে ১২৮ জিবি।
- Funtouch OS 11.1 বেসড অ্যানড্রয়েড ১১ সফটওয়্যারের সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে।
- এই ফোনে একটি ট্রপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকতে পারে।
- ভিভো ওয়াই৭২ ৫জি ফোন ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর থাকতে পারে।
- এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- ভিভো ওয়াই৭২ ৫জি ফোনে থাকতে পারে একটিস আইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
আরও পড়ুন- Nokia G20: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, দাম কত?