Nokia G20: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, দাম কত?
নোকিয়া জি২০ ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে। দুটো রঙে দেশে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া নতুন স্মার্টফোন নোকিয়া জি২০। দুটো রঙে এবং একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে দেশে লঞ্চ হয়েছে এই ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য রয়েছে একটি নচ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি octa-core প্রসেসর। একবার চার্জ দিলে নোকিয়ার এই ফোন টানা তিনদিন চলতে পারে বলে দাবি করেছে নোকিয়া। শোনা গিয়েছে, অ্যামাজন ইন্ডিয়া ই-কমার্স সংস্থার মাধ্যমে এই ফোন কেনা যাবে। প্রি-বুকিং শুরু হবে ৭ জুলাই দুপুর ১২টা থেকে।
ভারতে নোকিয়া জি২০ ফোনের দাম কত?
নোকিয়া জি২০ ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম ১২,৯৯৯ টাকা। গ্লেসিয়ার এবং লাইট, এই দুই কালার অপশনে ভারতে পাওয়া যাচ্ছে নোকিয়া জি২০ ফোন। আগামী ১৫ জুলাই থেকে ফোন কেনা যাবে। আর নোকিয়া জি২০ ফোনের প্রি-বুকিং শুরু হবে ৭ জুলাই থেকে। অ্যামাজন ইন্ডিয়া ই-কমার্স সংস্থার পাশাপাশি নোকিয়ার অফিশিয়াল ওয়াবসাইটেও চলবে প্রি-বুকিং। সেখান থেকেও কেনা যাবে ফোন।
নোকিয়া জি২০ ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হয়ে অ্যানড্রয়েড ১১ সফটওয়্যারের সাহায্যে।
- এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এখানে রয়েছে একটি নচ ডিজাইন, যার মধ্যে রয়েছে সেলফি ক্যামেরা।
- নোকিয়া জি২০ ফোনে রয়েছে একটি octa-core MediaTek Helio G35 প্রসেসর।
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া জি২০ ফোন। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
- এই ফোনে রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স), একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এর পাশাপাশি ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার।
- কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ৪জি, ব্লুটুথ ভি৫, জিপিএস, এনএফসি, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং চার্জ দেওয়ার জন্য একটি টাইপ-সি ইউএসবি পোর্ট।
- এই ফোনের ব্যাটারি ৫০৫০mAh। তার সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৯৭ গ্রাম।
- নোকিয়া জি২০ ফোনের সাইডের অংশে রয়েছে একটি গুগল অ্যাসিসট্যান্ট বাটন। এছাড়াও এই ফোনে রয়েছে একটি IPX2 build।
আরও পড়ুন- Mi 11 Ultra: ভারতে শাওমির প্রিমিয়াম ফোনের বিক্রি শুরু হতে পারে চলতি সপ্তাহে