ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড ২। আগামী ২২ জুলাই দেশে লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই নতুন স্মার্টফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এবার অনলাইনে প্রকাশ্যে এই ফোনের সম্ভাব্য দাম। যদিও ওয়ানপ্লাস কর্তৃপক্ষ এখনও নতুন ফোনের দাম প্রসঙ্গে কিছুই জানাননি। অনলাইনে ওয়ানপ্লাস নর্ড ২ সংক্রান্ত যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, সেখানে বলা হয়েছে, এই ফোনের দুটো স্টোরেজ কনফিগারেশন থাকার সম্ভাবনা রয়েছে। বেস ভ্যারিয়েন্টের দাম ৩২ হাজারের নীচে থাকবে বলেই অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ফোনের দাম ভারতে শুরু হয়েছিল ২৪,৯৯৯ টাকা থেকে। তার থেকে নর্ড ২ মডেলের দাম বেশ খানিকটা বেশি হবে বলেই ধরে নেওয়া হয়েছে। ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের স্টোরেজ কনফিগারেশন কিংবা দাম সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করেনি সংস্থা।
ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ২ ফোন যে দুটো স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ করবে তা ৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ হতে পারে। ৮ জিবি র্যামের মদেলের দাম হতে পারে ৩১,৯৯৯ টাকা। অন্যদিকে, ১২ জিবি র্যামের মডেলের দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা।
গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড ফোন। সেই ফোনের ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ২৪,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ২৯,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের ক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টের দামই, ওয়ানপ্লাস নর্ড ফোনের টপ ভ্যারিয়েন্টের থেকে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের সম্ভাব্য ফিচার-
আরও পড়ুন- Oppo Reno 6 Series: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৬ সিরিজের দু’টি ৫জি স্মার্টফোন