অবশেষে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ২ এক্স Pac-Man এডিশন। গ্লোবাল মার্কেট অর্থাৎ আন্তর্জাতিক স্তরেও লঞ্চ হয়েছে এই ফোন। বিশ্বের বিভিন্ন দেশের স্মার্টফোনের বাজারে এবার উপলব্ধ হবে ওয়ানপ্লাস নর্ড ২ এক্স Pac-Man এডিশন। গত জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ২ ফোন লঞ্চ হয়েছিল। হার্ডওয়্যারের দিক থেকে নতুন ফোন একদম পুরনো মডেলেরই মতো। তবে এই নতুন ফোনে বেশ কিছু কসমেটিক চেঞ্জ অর্থাৎ ডিজাইন বা লুকসে কিছু পরিবর্তন হয়েছে। এর মধ্যে অন্যতম হল ফোনের ব্যাক পুয়ানেলে বা পিছনের অংশের glossy Pac-Man-inspired finish, যা অন্ধকারেও চকচক করবে, উজ্জ্বল লাগবে। এছাড়া ফোনের বাক্সে থাকছে কিছু in-box goodies। যাঁরা Pac-Man গেমের ভক্ত তাঁরা এসব পেয়ে বেজায় খুশি হবেন।
ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ এক্স Pac-Man এডিশনের দাম কত?
ওয়ানপ্লাস নর্ড ২ ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২৭,৯৯৯ টাকায়। Pac-Man এডিশনের দাম তার তুলনায় ১০ হাজার টাকা বেশি, ৩৭,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট OnePlus.in থেকে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড ২ এক্স Pac-Man এডিশন। ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৭,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৪,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড ২ এক্স Pac-Man এডিশনের বিভিন্ন স্পেসিফিকেশন