Oppo A16: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৬ স্মার্টফোন, দাম কত? দেখুন বিভিন্ন ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 20, 2021 | 2:52 PM

ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে ভারতে সদ্য লঞ্চ হওয়া ওপ্পো 'এ' সিরিজের স্মার্টফোন ওপ্পো এ১৬।

Oppo A16: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৬ স্মার্টফোন, দাম কত? দেখুন বিভিন্ন ফিচার
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ সিরিজের নতুন স্মার্টফোন ওপ্পো এ১৬।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন এ১৬। ফিচার অনুযায়ী এই ফোনের যা দাম, তাকে বাজেট ফ্রেন্ডলি ফোনের তালিকায় ফেলেছেন ওপ্পো কর্তৃপক্ষ। জানা গিয়েছে এই ফোনে রয়েছে একটি MediaTek Helio G35 প্রসেসর। গত বছর ভারতে লঞ্চ হয়েছিল ওপ্পো এ১৫ ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৬। এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানেই সেট করা রয়েছে সেলফি ক্যামেরা। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা সম্ভব। ওপ্পো এ১৬ ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং স্মার্ট ব্যাটারি প্রোটেকশন ফিচার।

ভারতে ওপ্পো এ১৬ ফোনের দাম কত?

ভারতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৬ ফোন। এর দাম ১৩,৯৯০ টাকা। অ্যামাজনের পাশাপাশি বিভিন্ন অফলাইন রিটেলার থেকেও এই ফোন কেনা যাবে। ক্রিস্টাল ব্ল্যাক এবং পার্ল ব্লু রঙে পাওয়া যাবে ওপ্পো ‘এ’ সিরিজের এই স্মার্টফোন। অ্যামাজন থেকে ফোন কিনলে তিন মাসের নো-কস্ট ইএমআই অপশন পাবেন ক্রেতারা। এছাড়াও সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে ইনস্ট্যান্ট ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে। অন্যান্য ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও রয়েছে এই সুযোগ।

ওপ্পো এ১৬ ফোনের বিভিন্ন ফিচার-

  • ডুয়াল সিমের এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ এবং ColorOS 11.1- এর সাহায্যে।
  • ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। তার সঙ্গে চোখের যত্নের জন্য রয়েছে আই কেয়ার মোড।
  • এই ফোনে রয়েছে একটি MediaTek Helio G35 প্রসেসর এবং তার সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ওপ্পো এ১৬ ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক্যামেরা।
  •  কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটূথ ভি৫, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট।
  • ওপ্পো এ১৬ ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং স্মার্ট ব্যাটারি প্রোটেকশন ফিচার।
  • এই ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ইউজারদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য রয়েছে ফেস আনলক ফিচার।
  • ওপ্পো এ১৬ ফোন IPX4 সার্টিফায়েড। অর্থাৎ জলে এই ফোন রেসিসট্যান্ট। ফোনের ওজন ১৯০ গ্রাম।

আরও পড়ুন- Samsung Galaxy M52 5G: ভারতে কবে লঞ্চ হবে এই স্মার্টফোন? প্রকাশ্যে নতুন দিনক্ষণ

Next Article