ওপ্পো ‘এ’ সিরিজের দু’টি স্মার্টফোন সম্ভবত আসতে চলেছে ভারতে। হয়তো সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিংবা তারপরে লঞ্চ হতে পারে এই দুই ফোন। শোনা যাচ্ছে দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে ওপ্পো এ৫৫ এবং এ১৬, এই দুই ফোনের। এক টিপস্টার এমনটাই জানিয়েছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল ওপ্পো এ৫৫ ৫জি স্মার্টফোন। সিঙ্গন স্টোরেজ ভ্যারিয়েন্ট, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। শোনা যাচ্ছে এবার ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৫৫ ফোন। তবে ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে নাকি এ দেশে ওপ্পো কর্তৃপক্ষ এই ফোনের ৪জি মডেল লঞ্চ করবেন, তা এখনও জানা যায়নি। এদিকে জুলাই মাসে ইন্দোনেশিয়াতে ওপ্পো এ১৬ ফোন লঞ্চ করেছিল সংস্থা। ৩ জিবি র্যাম এবং ৩২ স্টোরেজ কনফিগারেশনে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছিল এই ফোন।
টিপস্টার মুকুল শর্মা টুইটারে ইঙ্গিত করেছেন যে চলতি মাসের শেষে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এ৫৫ স্মার্টফোন। Bureau of Indian Standards (BIS)- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। যদিও সেখানে ৪জি মডেলের কথা বলা হয়েছে। গত মাসে অর্থাৎ অগস্ট মাসেই BIS- এর সাইটে ওপ্পো এ৫৫ ৪জি ভ্যারিয়েন্ট দেখা গিয়েছিল। সেখানে মডেল নাম্বার দেওয়া হয়েছে CPH2325। ভারতে ওপ্পো এ৫৫ ফোনের দাম কত হবে তা জানা যায়নি। উল্লেখ্য, চিনে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল জানুয়ারি মাসে। তবে ওপ্পো এ৫৫ ফোনের ৪জি মডেলের ফিচার এবং দাম, কোনওটা সম্পর্কেই কিছু এখনও জানা যায়নি।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা 91Mobiles- এর সঙ্গে একত্রিত হয়ে একটি রিপোর্টে দাবি করেছেন যে, সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এ১৬ ফোন। জুলাই মাসে ইন্দোনেশিয়াতে এই ফোন লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া ফোনের অনেক মিল থাকবে বা দুটো ফোন প্রায় একই হবে বলে অনুমান করেছেন বিশেষজ্ঞরা। শোনা গিয়েছে, ভারতে এই ফোনের দাম হতে পারে ১১ হাজার টাকার আশপাশে।
ওপ্পো সংস্থার এই স্মার্টফোনে থাকতে পারে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। তার সঙ্গে থাকতে পারে একটি MediaTek Helio G35 প্রসেসর। এই ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ফ্রন্ট ডিসপ্লে বা সামনে অংশের স্ক্রিনে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh।
আরও পড়ুন- OnePlus 9RT: ১৫ অক্টোবর লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ৯আরটি, দেখুন সম্ভাব্য দাম ও ফিচার