Oppo A78 5G লঞ্চ হল ভারতে, ডাইমেনসিটি 700 প্রসেসর ও 50MP ক্যামেরা মাত্র 18,999 টাকায়
Oppo A78 5G ফোনটি লঞ্চ করা হয়েছে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। 18 জানুয়ারি থেকে এই ফোনের বিক্রিবাট্টা শুরু হবে।
Oppo A78 5G লঞ্চ হয়ে গেল ভারতে। ওপ্পো-র লেটেস্ট ফোনটি টক্কর দিতে পারে শাওমির সদ্য লঞ্চ হওয়া Redmi Note 12 5G-র সঙ্গে। ওপ্পো-র তরফ থেকে দাবি করা হয়েছে, এই ফোনটি এয়ারটেল এবং জিও-র 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। তার কারণ পারফরম্যান্সের জন্য Oppo A78 5G-এ রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। ডুয়াল ক্যামেরা সেটআপের ফোনটির সেন্সরগুলির অ্যালাইনমেন্ট এমনই করা হয়েছে, যা অনেকটাই Realme 10 Pro-র মতো। তবে তা আরও গ্লসি, ফলে মডার্ন লুকও রয়েছে তাতে। কালো ও নীল, দুটি কালার অপশন রয়েছে এই ফোনের।
Oppo A78 5G: ভারতে দাম ও উপলব্ধতা
Oppo A78 5G ফোনটি লঞ্চ করা হয়েছে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। 18 জানুয়ারি থেকে এই ফোনের বিক্রিবাট্টা শুরু হবে। সেলে 10% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন ক্রেতারা। একাধিক ব্যাঙ্কের তরফে NCEMI অফারও দেওয়া হচ্ছে এই ফোনের সঙ্গে। Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon India থেকে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা।
Oppo A78 5G: ফিচার ও স্পেসিফিকেশন
Oppo A78 5G ফোনে রয়েছে 6.5 ইঞ্চির LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz এবং ব্রাইটনেস 480 নিটস। ডিসপ্লেটি 96% কালার গ্যামুট সাপোর্ট করে। এছাড়া HD+ ডিসপেটির রেজ়োলিউশন 1612 X 720 পিক্সেলস।
পারফরম্যান্সের দিক থেকে Oppo ফোনটি চালিত হবে মিডিয়াটেকের Dimensity 700 5G প্রসেসরের সঙ্গে। এই প্রসেসর থাকার কারণেই বাজেট সেগমেন্টে গ্রাহকদের অন্যতম সেরা পছন্দ হতে পারে ফোনটি। 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এই ফোনে। এক্সটেন্ডেড RAM প্রযুক্তি রয়েছে এতে, যা ফোনের মেমোরি অনেকটাই বাড়াতে পারে। পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে Oppo A78 5G-র স্টোরেজ আরও বাড়িয়ে নেওয়া যেতে পারে।
ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনের পিছনে। দুটি ক্যামেরার একটি 50MP সেন্সর এবং অপরটি 2MP। তবে এই ফোনে কোনও আলট্রা-ওয়াইড ক্যামেরা নেই। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Oppo A78 5G-র সামনে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ColorOS 13 আউট অফ দ্য বক্সের সাহায্যে চালিত এই ওপ্পো হ্যান্ডসেট।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার এবং 5000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Oppo A78 5G ফোনের রিটেল বক্সের সঙ্গে একটি চার্জার এবং টাইপ-সি চার্জিং কেবেল দেওয়া হচ্ছে। এছাড়া ফোনটির সঙ্গে একটি স্বচ্ছ সিলিকন কেসও দেওয়া হচ্ছে, যা Oppo A78 5G-কে আরও টেকসই করে তুলবে।