নতুন ৫জি ফোন লঞ্চ করেছে ওপ্পো। চিনে লঞ্চ হয়েছে এই ফোন। জানা গিয়েছে, ওপ্পোর নতুন ৫জি ফোনের মডেল নাম ওপ্পো এ৯৩এস। ওপ্পোর এই ৫জি স্মার্টফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা (ফোনের পিছনের অংশে ক্যামেরা বা ব্যাক ক্যামেরা) সেটআপ, একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, MediaTek Dimensity ৭০০ প্রসেসর এবং ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে একটি হোল পাঞ্চ ডিজাইন। ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের উপর ওই হোল পাঞ্চ কাট আউটেই সেট করা রয়েছে সেলফি ক্যামেরা। ওপ্পো এ৯৩এস ৫জি ফোনের পিছনের অংশে রয়েছে একটি আয়তাকার আকৃতির ক্যামেরা মডিউল। সেখানে রয়েছে তিনটি সেনসর। পরপর উল্লম্বভাবে এই তিনটি ক্যামেরা সেনসর সাজানো হয়েছে। ফোনের সামনের ডিসপ্লেতে উপরে বাঁদিকে কোণে রয়েছে সেলফি ক্যামেরা। বিশ্বের বাজারে কিংবা ভারতে কবে এই ফোন লঞ্চ হবে, সে ব্যাপারে কিছু জানাননি ওপ্পো কর্তৃপক্ষ।
ওপ্পো এ৯৩এস ৫জি ফোনের দাম
চিনে ওপ্পোর এই নতুন ৫জি স্মার্টফোনের একটিই স্টোরেজ কনফিগারেশন লঞ্চ হয়েছে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৯৯৯, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৯০০ টাকা। Summer Light Sea, Summer Night Star River, White Peach Soda colour- এই তিনটি রঙের অপশনে পাওয়া যাচ্ছে এই ফোন। আগামী ৩০ জুলাই থেকে চিনে এই ফোনের উপর সেল শুরু হবে।
ওপ্পো এ৯৩এস ৫জি ফোনের বিভিন্ন ফিচার
আরও পড়ুন- Poco F3 GT: ভারতে শুরু হয়েছে এই ফোনের সেল, কেনা যাবে ফ্লিপকার্ট থেকে, দাম কত?