সেল শুরু হয়ে গেল Oppo F23 5G স্মার্টফোনের, Amazon-এ পাবেন প্রচুর ডিসকাউন্ট

Oppo F23 5G Sale Start: আপনি যদি Amazon-এ Oppo F23 5G কেনেন, তাহলে ব্যাঙ্ক অফার এবং EMI-এর সুবিধাও পেয়ে যাবেন। আপনি যদি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা HDFC ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে 2500 টাকার ছাড় পাবেন।

সেল শুরু হয়ে গেল Oppo F23 5G স্মার্টফোনের, Amazon-এ পাবেন প্রচুর ডিসকাউন্ট
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 12:33 PM

Oppo F23 5G Price: Oppo ভারতে সদ্য একটি স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo F23 5G ফোনটি লঞ্চ করার পর থেকেই আলোচনার বিষয় হয়ে রয়েছে। বহু মানুষ সেল শুরু হওয়ার অপেক্ষায় ছিল। তাদের জন্য এবার সুখরব রয়েছে। এই ফোনের সেল শুরু হয়ে গিয়েছে। 15 মে ভারতীয় ব্যবহারকারীদের জন্য Oppo F23 5G লঞ্চ করেছে। আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Oppo-এর নতুন স্মার্টফোনটি কিনে নিতেই পারেন। সব সময়ের মতো যখনই নতুন কোনও ফোনের সেল শুরু হয়, তখনই বিরাট ছাড় দেওয়া হয়। সেই মতোই আপনি এই নতুন ফোনে অনেক ছাড় পেয়ে যাবেন। আর বর্তমানে বহু মানুষই অনলাইনে শপিং করতে পছন্দ করেন। তাই বাড়িতে বসেই দুর্দান্ত ছাড়ে ফোনটি কিনে ফেলুন।

কোথা থেকে কিনতে পারবেন নতুন Oppo F23 5G ফোনটি?

আপনি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon এবং Oppo-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Oppo F23 5G কিনতে পারবেন। আপনি অনেক ছাড়ও পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক সেই সব অফার সম্পর্কে। Oppo F23 5G-এর 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্টটি 28,999 টাকায় লঞ্চ করা হয়েছে। তবে আপনি যদি অ্যামাজন থেকে একটি নতুন স্মার্টফোন কেনেন। তাহলে অনেক সস্তায় পেয়ে যাবেন। 14 শতাংশ ছাড়ে Amazon-এ Oppo F23 5G কেনার সুযোগ রয়েছে। মাত্র 24,998 টাকায় এই নতুন ফোন কিনতে পারবেন।

ব্যাঙ্ক অফার এবং ইএমআই সম্পর্কে জেনে নিন:

আপনি যদি Amazon-এ Oppo F23 5G কেনেন, তাহলে ব্যাঙ্ক অফার এবং EMI-এর সুবিধাও পেয়ে যাবেন। আপনি যদি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা HDFC ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে 2500 টাকার ছাড় পাবেন। এছাড়াও আপনি 1,194 টাকার EMI-এ নতুন Oppo স্মার্টফোন কিনতে পারবেন। এখানেই শেষ নয়, আপনি যদি ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই-তে কেনেন তাহলে 750 টাকার ছাড় পেয়ে যাবেন। এবার বুঝতেই পারছেন, কত কমে আপনি এই নতুন ফোনটি কিনে নিতে পারবেন।

কেন কিনবেন এই ফোন?

এই স্মার্টফোনটিতে একটি বড় 5000 mAh ব্যাটারি এবং 67W SUPERVOOC চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Oppo F23 5G-এ আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। প্রাইমারি ক্যামেরাটি 64MP-এর। আর সেলফি তোলার জন্য একটি 32MP ক্যামেরা পেয়ে যাবেন।