AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo-র এই ফোনে অ্যামাজন দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট, সেভ করুন 18 হাজার টাকা

Oppo Realme 6i Price: Amazon-এ Oppo Realme 6i-এ 31% বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে । অফারের পর ফোনটির দাম হবে মাত্র 13,190 টাকা। শুধু তাই নয়, আপনি এই ফোনে ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন।

Oppo-র এই ফোনে অ্যামাজন দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট, সেভ করুন 18 হাজার টাকা
| Edited By: | Updated on: May 26, 2023 | 11:48 AM
Share

Oppo Realme 6i Offer: বর্তমানে বহু মানুষই অনলাইনে শপিং করতে ভালবাসে। কোথাও না গিয়ে, সময় নষ্ট না করে, বাড়িতে বসেই শপিং করা যায় ইচ্ছে মতো। স্মার্টফোন থেকে শুরু করে, জামাকাপড়, জুতো, এমনকি বাড়ির জিনিসপত্রও কিনে ফেলেন অনেকে। তাই ই-কমার্স সাইটগুলোও একের পর এক অফার দিয়ে যায়। সেই মতোই প্রায় প্রতিদিনই কোনও না কোনও স্মার্টফোনে অফার চলে। আপনিও যদি একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে নতুন অফারটি সম্পর্কে জেনে নিন। আপনি Oppo Realme 6i ফোনের উপর বিশাল ছাড় পেয়ে যাবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে, আপনি এই ফোনের উপর কত টাকা ছাড় পাবেন? আপনি মাত্র 750 টাকায় ফোনটি কিনে নিতে পারবেন। যে ফোনের দাম 19,000 টাকা। সেই ফোনটি আপনি এত কমে কিনে ফেলতে পারবেন। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আপনি এই দুর্দান্ত অফার পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফোনের উপর কী-কী অফার আছে।

Oppo Realme 6i তে কী-কী অফার আছে?

Amazon-এ Oppo Realme 6i-এ 31% বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে । অফারের পর ফোনটির দাম হবে মাত্র 13,190 টাকা। শুধু তাই নয়, আপনি এই ফোনে ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। যদি HDFC ক্রেডিট কার্ড থাকে তবে আপনি 1,319 টাকার ইন্সট্যান্ট ছাড় পাবেন। এখানেই শেষ নয়। আপনি এই ফোনে এক্সচেঞ্জ অফারও পাবেন। অর্থাৎ আপনি আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও কম দামে এই স্মার্টফোনটি কিনতে পারেন। এতে আপনি 12,450 টাকা কমে কিনতে পারবেন। কিন্তু আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকতে হবে। এমনকি আপনার ফোনের মডেবের উপরেও সেই টাকার পরিমাণ নির্ভর করবে।

কেন কিনবেন এই ফোন?

Oppo Realme 6i-এ অ্যান্ড্রয়েড 10 ওএস ব্যবহার করা হয়েছে। এটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেট রয়েছে। এটিতে 90Hz রিফ্রেশ রেট এবং 1,080×2,400-পিক্সেল স্ক্রিন রেজোলিউশন সহ একটি 6.5-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4,300mAh ব্যাটারি রয়েছে। ফলে আপনি এই ফোনটি এত কমে কেনার সুযোগ হাতছাড়া করবেন না।