AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

33 হাজার টাকার এই স্মার্টফোন 5 হাজারে দিচ্ছে Oppo, এমন সুযোগ হাতছাড়া করবেন না

Oppo Reno 10 5G Price: আপনি কম দামে ফ্লিপকার্ট থেকে Oppo Reno 10 5G স্মার্টফোন কিনতে পারেন। ফ্লিপকার্টে Oppo-এর এই স্মার্টফোনের উপর ইতিমধ্যেই 15% ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও, আপনাকে এমন কিছু অফার দেওয়া হবে, যাতে ফোনের দাম অনেকটাই কমে যাবে।

33 হাজার টাকার এই স্মার্টফোন 5 হাজারে দিচ্ছে Oppo, এমন সুযোগ হাতছাড়া করবেন না
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 1:56 PM
Share

অনেকদিন ঘরে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? কিন্তু দামের কথা ভেবে কিনতে পারছেন না? বাজেটও কম আছে, সেক্ষেত্রে কোন ফোন কিনবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আবার ভাল ব্যাটারি থেকে শুরু করে ক্যামেরা, সব কিছুই চাইছেন। তবে কম বাজেটে আপনি এই সব কিছুই পাবেন। কারণ অনেক বেশি দামের একটি ফোন আপনি কমে নিতে নিতে পারবেন। Flipkart-এ Oppo Reno 10 5G স্মার্টফোনের উপর অনেক ছাড় দেওয়া হচ্ছে। আসলে এই ফোনের দাম 32,999 টাকা। কিন্তু আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না। এতে আরও অনেক অফার পেয়ে যাবেন। তখন এই ফোনের দাম হবে মাত্র 5500 টাকা। চলুন জেনে নেওয়া যাক এতে আপনি কী কী অফার পাবেন।

ডিসকাউন্ট অফার:

আপনি কম দামে ফ্লিপকার্ট থেকে Oppo Reno 10 5G স্মার্টফোন কিনতে পারেন। ফ্লিপকার্টে Oppo-এর এই স্মার্টফোনের উপর ইতিমধ্যেই 15% ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও, আপনাকে এমন কিছু অফার দেওয়া হবে, যাতে ফোনের দাম অনেকটাই কমে যাবে। কারণ Flipkart এক্সচেঞ্জ অফারেরও সুবিধা দিচ্ছে। স্মার্টফোনটিতে 27,499 এর একটি এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। ফলে ফোনটির দাম অনেকটাই কমে যাবে। তখন আপনাকে শুধুমাত্র 5,500 টাকা খরচ করতে হবে এই ফোনটি কেনার জন্য। আপনি আপনার পুরনো ফোনটি Flipkart-এ দিলেই নতুন Oppo Reno 10 5G পেয়ে যাবেন।

Oppo Reno 10 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার:

Oppo Reno 10 5G-তে একটি 6.7-ইঞ্চি ফুল-HD+ OLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এটিতে অক্টা-কোর 6nm MediaTek Dimensity 7050 চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে Android 13 OS রয়েছে। Oppo Reno 10 5G-তে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 32-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সামনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।