10 জুলাই একসঙ্গে 3 স্মার্টফোন লঞ্চ করছে Oppo, আগেই জানুন স্পেসিফিকেশন আর দাম
Oppo Series: 10 জুলাই ভারতে Oppo Reno 10 সিরিজ লঞ্চ করতে চলেছে। এর অধীনে 3টি স্মার্টফোন রাখা হয়েছে, যার মধ্যে Oppo Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro Plus। অনেক দিন ধরেই এই স্মার্টফোনটির অপেক্ষায় ছিলেন বহু মানুষ।
পুরো জুলাই মাস ধরেই প্রায় প্রতিদিনই কোনও না কোনও স্মার্টফোন লঞ্চ হবে। চিনা স্মার্টফোন নির্মাতা Oppo-এর ফোনও সেই তালিকায় আছে। 10 জুলাই ভারতে Oppo Reno 10 সিরিজ লঞ্চ করতে চলেছে। এর অধীনে 3টি স্মার্টফোন রাখা হয়েছে, যার মধ্যে Oppo Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro Plus। অনেক দিন ধরেই এই স্মার্টফোনটির অপেক্ষায় ছিলেন বহু মানুষ। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে 10 জুলাই। সবথেকে বড় প্রশ্ন হল আপনি এই Oppo Reno 10 সিরিজর স্মার্টফোনগুলি কোথা থেকে কিনতে পারবেন। আপনি এই সিরিজটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের মাধ্যমে নিতে ফেলতে পারবেন।
এই নতুন Oppo Reno 10 সিরিজের দাম ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। তবে দাম সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। লিক অনুসারে, কোম্পানি 30,000 টাকায় Oppo Reno 10 সিরিজ লঞ্চ করতে পারে, যা 50,000 টাকা পর্যন্ত হবে। যে কোনও সিরিজেরই টপ মডেলের দাম সবথেকে বেশি হয়। সেই অনুযায়ী, এই সিরিজের টপ মডেলটি 45 থেকে 50,000 টাকার মধ্যে হতে পারে। তবে অফিসিয়াল দাম জানার জন্য় আপনাকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
Oppo Reno 10 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন:
কোম্পানিটি ইতিমধ্যেই চিনে Oppo Reno 10 সিরিজ লঞ্চ করেছে। ফলে ইতিমধ্যেই ফোনটির অনেক স্পেসিফিকেশন জানা গিয়েছে। যদিও কোম্পানি সেগুলিতে পরিবর্তন আনতে পারে। চিনে যে Oppo Reno 10-এর সিরিজটি লঞ্চ হয়েছে, সেই অনুযায়ী, এতে FHD+ রেজোলিউশন সহ একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার তিনটি ক্যামেরা 64 + 32 + 8MP। সামনে একটি 32MP ক্যামেরা পেয়ে যাবেন। স্মার্টফোনটিতে Snapdragon 778G SoC চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে একটি 4,600mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo Reno 10 Pro-তে 6.74-ইঞ্চি AMOLED ডিসপ্লে, 50MP + 32MP + 8MP ট্রিপল ক্যামেরা রয়েছে। সিরিজের টপ এন্ড মডেল অর্থাৎ Oppo Reno 10 Pro Plus-এ 50MP + 64MP + 8MP এর ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রো মডেলে, কোম্পানি MediaTek Dimensity 8200 SoC চিপসেটের সাপোর্ট রয়েছে। আর Pro Plus-এ, Snapdragon 8+ Gen 1 SoC চিপসেট ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সম্পর্কে কথা বলতে গেলে, Oppo Reno 10 Pro তে 4,600mAh ব্যাটারি এবং Reno 10 Pro Plus এ 4,700mAh ব্যাটারি দিয়েছে। উভয়ই 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।