Oppo Reno 8 এবং Reno 8 Pro লঞ্চ হল ভারতে, দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
Oppo Reno 8 ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা। অন্য দিকে Oppo Reno 8 Pro ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ স্পেসের দাম 45,999 টাকা।

Oppo তার Reno সিরিজ় রিফ্রেশ করল দুটি স্মার্টফোন দিয়ে। সদ্য লঞ্চ হওয়া সেই ফোন দুটি হল Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro। মূলত ফটোগ্রাফি ফোকাসড এই দুই স্মার্টফোনের বৈশিষ্ট্যগত একাধিক ফারাক রয়েছে। এদের মধ্যে প্রো মডেলটিতে সংস্থার নিজস্ব MariSilicon X চিপ দেওয়া হয়েছে, যা ডিজ়াইন করা হয়েছে নিখুঁত স্টিল ছবি ও ভিডিয়োর জন্য। এছাড়াও, লো-লাইট অর্থাৎ রাতের বেলাতেও ফটোগ্রাফির অভিজ্ঞতা দুরন্ত করতে সক্ষম এই বিশেষ চিপ। দুর্ধর্ষ এই ক্যামেরা সেটআপ ছাড়াও রয়েছে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। সফটওয়্যার হিসেবে থাকছে Android 12 ভিত্তিক ColorOS 12.1 আউট অফ দ্য বক্স।
Oppo Reno 8, Oppo Reno 8 Pro ভারতে দাম ও উপলব্ধতা
দুটি স্মার্টফোনেরই সিঙ্গেল স্টোরেজ অপশন এবং দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। Oppo Reno 8 ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা। অন্য দিকে Oppo Reno 8 Pro ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ স্পেসের দাম 45,999 টাকা। রেগুলার মডেলটির দুটি কালার অপশন রয়েছে- শিমার গোল্ড এবং শিমার ব্ল্যাক। প্রো মডেলটিরও দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে- গ্লেজ়ড গ্রিন এবং গ্লেজ়ড ব্ল্যাক। 19 জুলাই থেকে প্রো মডেলটি কিনতে পারবেন কাস্টমাররা। রেগুলার মডেলটির জন্য অপেক্ষা করতে হবে 25 জুলাই পর্যন্ত। দুটি ফোনই পাওয়া যাবে Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে।
Oppo Reno 8 Pro স্পেসিফিকেশন
এই প্রো মডেলে রয়েছে একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং ফুল HD রেজ়োলিউশন সাপোর্ট করবে। সেন্ট্রালি অ্যালাইন্ড একটি হোল-পাঞ্চ কাটআউট রয়েছে ফোনটিতে, যেখানে 32MP Sony IMX709 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Dimensity 8100-Max চিপসেটের সাহায্যে। সফটওয়্যার হিসেবে থাকছে Android 12 ভিত্তিক ColorOS 12.1। সংস্থাটি জানিয়েছে যে, এই ফোন ক্রয় করলে পরবর্তী দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।
একটি ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP ক্যামেরা ও তার সঙ্গে ফেজ় ডিটেকশন AF (PDAF)। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি 8MP ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 2MP ক্যামেরা। Oppo জানিয়েছে যে, MariSilicon X ইমেজিং NPU তৈরি হয়েছে 6nm প্রসেস টেকনোলজির মাধ্যমে। রাত্রি বেলাতেও 4K ভিডিয়ো শুটিংয়ের অভিজ্ঞতা দিতে পারবে এই প্রযুক্তি।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে, 4,500mAh ব্যাটারি, 5G সাপোর্ট, ফেস আনলক, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টিরিও স্পিকার্স এবং NFC। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, 80W চার্জারের সাহায্যে মাত্র 11 মিনিটেই এই ফোনটি 50 শতাংশ চার্জ করতে সক্ষম।
Oppo Reno 8 স্পেসিফিকেশন
এই ফোনের স্ক্রিন সাইজ় প্রো মডেলের থেকে সামান্য ছোট। 6.4 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। ফুল HD রেজ়োলিউশন সাপোর্ট করে ফোনটি। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek 1300 প্রসেসরের সাহায্যে।
প্রো মডেলের মতো একই ক্যামেরা সেটআপ রয়েছে এই রেগুলার মডেলটিতেও। তবে 2MP ক্যামেরায় ব্যবহৃত হয়েছে GC02M1 ম্যাক্রো সেন্সর, যা প্রো মডেলটিতে নেই। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
