108MP ক্যামেরার Oppo Reno 8T 5G লঞ্চ হল ভারতে, 29,999 টাকায় ফাটাফাটি ক্যামেরা

Oppo Reno 8T 5G Price And Specs: 10 ফেব্রুয়ারি থেকে Reno 8T 5G ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। ফোনের দাম 29,999 টাকা। Flipkart, Oppo স্টোর্স-সহ অন্যান্য রিটেল স্টোরগুলিতে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

108MP ক্যামেরার Oppo Reno 8T 5G লঞ্চ হল ভারতে, 29,999 টাকায় ফাটাফাটি ক্যামেরা
দুরন্ত ক্যামেরা মোবাইল।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2023 | 8:10 PM

Oppo Latest Smartphone: চার মাস ধরে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে Oppo Reno 8T 5G ভারতে লঞ্চ হয়ে গেল। 10 ফেব্রুয়ারি থেকে Reno 8T 5G ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। ফোনের দাম 29,999 টাকা। Flipkart, Oppo স্টোর্স-সহ অন্যান্য রিটেল স্টোরগুলিতে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 3 ফেব্রুয়ারি লঞ্চের দিন থেকেই এই ফোন আপনি ফ্লিপকার্টে প্রি-অর্ডার করতে পারবেন। এই ফোন আপনি অফারেও ক্রয় করতে পারবেন। Flipkart থেকে এই ফোন আপনি যদি এক্সচেঞ্জ অফারে ক্রয় করেন, তাহলে Oppo আপনাকে 20,000 টাকা ছাড় দেবে। পাশাপাশি 5% ক্যাশব্যাকও থাকছে এই ফোনের উপরে।

Oppo Reno 8T 5G: স্পেসিফিকেশন, ফিচার

হাইপরবলিক ডিজ়াইনের এই Oppo Reno 8T 5G-র ওজন মাত্র 171 গ্রাম এবং থিকনেস 7.7 mm। রয়েছে 6.7 ইঞ্চির 120Hz কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 93%। ফোনের সমস্ত সাইডে রয়েছে বেজ়েল। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে স্ন্যাপড্রাগন 696 5G প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB RAM + 128GB স্টোরেজের সঙ্গে। এছাড়া রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। 8GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল ভার্চুয়াল RAM-ও রয়েছে।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 8T 5G ফোনের পিছনে রয়েছে তিনটে ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে 108MP পোর্ট্রেইট ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 2MP ডেপথ ক্যামেরা এবং 2MP জ়ুম সেন্সর। ব্যাক ক্যামেরার ম্যাগনিফিকেশন পাওয়া 40X পর্যন্ত।

ফোনটির ক্যামেরায় আলট্রা-হাই রেজ়োলিউশন এবং NonaPixel Plus প্রযুক্তি দেওয়া হয়েছে। অত্যাধুনিক এই প্রযুক্তির মাধ্যমে নয়টি পিক্সেলসকে একটি বড় পিক্সেলে রূপান্তরিত করতে পারে ফোনটি। এর ফলে ফটোগ্রাফির সময় যতটা সম্ভব লাইট অ্যাবজ়র্ব করে Oppo Reno 8T 5G। সংস্থাটি দাবি করছে, এই ফোনের ক্যামেরা ‘অসাধারণ স্পষ্টতা এবং সবিস্তারে’ শট ক্যাপচার করতে সক্ষম। এছাড়া কম আলোতে আরও ভাল পারফর্ম করার জন্য ফোনটির ক্যামেরা AI-ও সাপোর্ট করে।

সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই সেলফি ক্যামের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে Selfie HDR, বোকে ফ্লেয়ার পোর্ট্রেইট এবং ডুয়াল নিউ ভিডিয়ো।

Oppo Reno 8T 5G ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র 44 মিনিটে এই ফোনটি 0-100% চার্জ হয়।