AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

10,000 টাকারও কমে Poco C65 ভারতে আসছে 15 ডিসেম্বর

চমৎকার ক্যামেরা সেটআপ রয়েছে এই Poco C65 ফোনের। AI ট্রিপল ক্যামেরা সেটআপের এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ফোনটি ভারতে লঞ্চ হতে পারে 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ সহযোগে। দেশের বাজারে Poco C65 ফোনের দাম হতে পারে 10,000 টাকা বা তারও কম।

10,000 টাকারও কমে Poco C65 ভারতে আসছে 15 ডিসেম্বর
ভারতে নতুন ফোন নিয়ে আসছে পোকো।
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 12:54 PM
Share

চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা POCO ভারতে তাদের নতুন ফোন নিয়ে আসছে। লেটেস্ট ডিভাইসের নাম Poco C65। সংস্থাটি তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে এই খবর জানিয়েছে। 15 ডিসেম্বর ভারতে লঞ্চ করবে Poco C65। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই হতে চলেছে ভারতের Poco C65। গ্লোবাল ও ভারতীয় দুই ডিভাইসের ফিচার ও স্পেসিফিকেশন একই হতে চলেছে। প্রসঙ্গত, Poco তার C65 ফোনটি চলতি বছরের নভেম্বরেই লঞ্চ করেছিল।

POCO India-র প্রধান হিমাংশু টন্ডন খবরটি এক্স প্ল্যাটফর্মে জানান। সেখানে তিনি লেখেন, “15 ডিসেম্বর ঠিক দুপুর 12টার সময় পোকো তার দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসছে। ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকুন।” এই ঘোষণার পাশাপাশি হিমাংশু টন্ডন Poco C65 ফোনের কিছু ছবিও প্রকাশ করেছেন।

তবে Poco C65 ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি সংস্থার তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে ফোনটি যেহেতু গত নভেম্বরে বিশ্বের অন্যান্য প্রান্তে লঞ্চ হয়েছিল, সেখান থেকেই Poco C65-এর ফিচার সম্পর্কে প্রায় সব তথ্যই জানা গিয়েছে। প্যাস্টেল ব্লু এবং ম্যাট ব্ল্যাক এই দুই কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।

Poco C65: দাম, ফিচার্স ও অন্যান্য তথ্য

Poco C65 ফোনটি ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। শক্তিশালী 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।

ডিভাইসটিতে থাকছে বেশ বড় একটি 6.74 ইঞ্চির আলট্রা লার্জ HD+ ডিসপ্লে, যা দুর্দান্ত ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। রয়েছে 8GB RAM এবং 256GB ইনবিল্ট স্টোরেজ। এই স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে।

চমৎকার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনের। AI ট্রিপল ক্যামেরা সেটআপের এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ফোনটি ভারতে লঞ্চ হতে পারে 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ সহযোগে। দেশের বাজারে Poco C65 ফোনের দাম হতে পারে 10,000 টাকা বা তারও কম।