চিনের Redmi K60 ভারতে আসছে Poco F5 Pro নামে, কী পরিবর্তন হতে পারে?

Redmi K60 India Launch News: টিপস্টার ক্যাসপার স্ক্রাইজ়িপেক জানিয়েছেন, Redmi K60 ভারতে লঞ্চ করা হতে পারে Poco F5 Pro নামে। অর্থাৎ রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ফোনটি ভারতে লঞ্চ হতে পারে। ফোনটির কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, জেনে নিন।

চিনের Redmi K60 ভারতে আসছে Poco F5 Pro নামে, কী পরিবর্তন হতে পারে?
ফের একটা রেডমি ফোন ভারতে আসছে পোকো-র রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 12:40 PM

Xiaomi সম্প্রতি Redmi K60 সিরিজ়ের ফোনগুলি নিয়ে এসেছে চিনের মার্কেটের জন্য। এবার সেই ফোনগুলিই বিশ্ববাজারে লঞ্চ করবে বলে জানা গিয়েছে। টিপস্টার ক্যাসপার স্ক্রাইজ়িপেক জানিয়েছেন, Redmi K60 ভারতে লঞ্চ করা হতে পারে Poco F5 Pro নামে। অর্থাৎ রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ফোনটি ভারতে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, চিনে Redmi K60, Redmi K60 Pro এবং Redmi K60E এই সিরিজ়ের মোট তিনটি ফোন লঞ্চ হয়েছে। এখন এগুলির সবই ভারতে আসে কি না, আর এলেও প্রতিটিই Poco রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে কি না, সে দিকেই নজর থাকবে সকলের।

তবে এই প্রথম যে কোনও রেডমি ফোন পোকো রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে লঞ্চ হচ্ছে, এমনটা নয়। বা, তার উল্টোটাও একাধিকবার হয়েছে। উদাহরণস্বরূপ, Poco F4 GT ফোনটি চিনে Redmi K50-র রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছিল। একই রকম ভাবে আবার ভারতে যে Poco F4 লঞ্চ হয়েছিল, তা আবার বিশ্বের অন্যান্য প্রান্তে Redmi K40s নামে লঞ্চ করা হয়েছিল।

Poco F5 Pro: কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে

Redmi K60 যদি ভারতে Poco F5 Pro নামে লঞ্চ করে, তাহলে তার বেশিরভাগ ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গেই Redmi K60 চিনা ভার্সনের মিল থাকবে। মোট চারটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে ফোনটি। বেস মডেলে থাকছে 8GB RAM ও 128GB স্টোরেজ। ফোনটির এক্কেবারে টপ-এন্ড মডেলে থাকবে 16GB RAM এবং 512GB স্টোরেজ। 6.67 ইঞ্চির একটি QHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 480Hz।

অপ্টিক্সের দিক থেকে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে একটি 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হচ্ছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে Redmi K60 চালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8+ Gen1 প্রসেসরের সাহায্যে। গ্রাফিক্সের জন্য় থাকছে Adreno GPU। হ্যান্ডসেটটিতে সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিন। অত্যন্ত শক্তিশালী একটি 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এই ফোনের ব্যাটারি 30W ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।

এদিকে Poco খুব শীঘ্রই ভারতে তার X5 সিরিজ়ের ফোন লঞ্চ করবে। Poco India প্রধান হিমাংশু টন্ডন টুইটারে সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছিলেন। টিপস্টার যোগেশ ব্রারের একটি প্রশ্নের উত্তরে তিনি এমনটা বলেছিলেন। তবে Poco X5 series ভারতে নির্দিষ্ট কোন দিনে লঞ্চ করবে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।