পোকো এম৪ প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। শাওমির এই সবা-ব্র্যান্ডের স্মার্টফোন আসলে পোকো এম৩ প্রো ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই পোকো এম৩ প্রো ৫জি ফোন। জানা গিয়েছে, সম্প্রতি একাধিক বেঞ্চমার্কিং এবং সার্টিফিকেশন সাইটে পোকো এম৪ প্রো ৫জি ফোনের হদিশ পাওয়া গিয়েছে। পোকো সংস্থার আসন্ন এই ফোনের নাম দেখা গিয়েছে Eurasian Economic Commission (EEC) এবং Compulsory Certificate of China (3C) লিস্টিংয়ে। এছাড়াও এই ফোনের নাম দেখা গিয়েছে IMEI এবং TENAA সার্টিফিকেশন সাইটেও। সম্প্রতি এক টিপস্টার এইসব তথ্য প্রকাশ্যে এনেছেন। পাশাপাশি পোকো এম৪ প্রো ৫জি ফোনের সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য ফিচারও জানিয়েছেন তিনি।
জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব প্রথম লক্ষ্য করেছেন যে EEC, 3C, IMEI এবং TENAA- এই চারটি সার্টিফিকেশন সাইটে পোকো এম৪ প্রো ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। এই চারটি সাইটেই মডেল নম্বর 21091116AC সমেত দেখা গিয়েছে পোকো এম৪ প্রো ৫জি ফোনের নাম। ওই সমস্ত সার্টিফিকেশন সাইটে বলা হয়েছে ৫জি এই ফোনে থাকতে পারে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে আর এক টিপস্টার Kacper Skrzypek আলাদা করে টুইটারে জানিয়েছেন যে পোকোর আসন্ন স্মার্টফোনের মডেল নম্বর হতে পারে 21091116AC। এই বিষয়ে একটি স্ক্রিনশটও টুইটে শেয়ার করেছেন ওই টিপস্টার। তিনি আরও জানিয়েছেন যে পোকো এম৪ প্রো ৫জি স্মার্টফোনে একটি MediaTek প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
শোনা গিয়েছে, পোকো এম৩ প্রো ৫জি ফোন, যা জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল, তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এম৪ প্রো ৫জি ফোন। নতুন ফোনে থাকতে পারে পোকো এম৩- র তুলনায় আপডেটেড এবং আপগ্রেডেড ফিচার। পোকো রম৩ ফোনের বিভিন্ন ফিচারগুলি একবার চটজলদি দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- Flipkart Big Billion Days Sale: ২০ হাজার টাকার কম দামে কোন ৫জি ফোনে কত ছাড় রয়েছে, দেখে নিন