ভারতে লঞ্চ হয়েছে নতুন পোকো (Poco) এম৪ প্রো ৫জি ফোন (Poco M4 Pro 5G)। জানা গিয়েছে, এই ফোন পোকো এম৩ প্রো ৫জি ফোনের (Poco M3 Pro 5G) সাকসেসর মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ভারতে লঞ্চ হয়েছিল পোকো এম৩ প্রো ৫জি ফোন। নতুন ফোন পোকো এম৪ প্রো ৫জি মডেলে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৮১০ প্রসেসর (octa-core MediaTek Dimensity 810 SoC)। এই ফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও। এছাড়াও পোকোর এই নতুন ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ জিবি পর্যন্ত র্যাম রয়েছে। এর পাশাপাশি পোকো এম৪ প্রো ৫জি ফোনে রয়েছে টার্বো র্যাম ফিচার। এর সাহায্যে ফোনের ফোনের বিল্ট-ইন র্যামের পরিমাণকে ভার্চুয়ালি বাড়ানো সম্ভব। আর তার জন্য ব্যবহার হয় ফোনের অনবোর্ড স্টোরেজ। ভিভো টি১ ৫জি, রিয়েলমি নারজো ৩০ প্রো, ওপ্পো এ৭৪ ৫জি এবং লাভা অগ্নি ৫জি ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতা হবে পোকো এম৪ প্রো ৫জি ফোনের।
ভারতে পোকো এম৪ প্রো ৫জি ফোনের দাম এবং উপলব্ধতা
ভারতে পোকো এম৪ প্রো ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। কুল ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক, এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকোর নতুন ৫জি ফোন। আগামী ২২ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। জানা গিয়েছে, এই ফোনের দামের উপর বেশ কয়েকটি লঞ্চ অফার থাকতে পারে। তবে সেগুলো ঠিক কী কী হবে তা এখনও জানানো হয়নি পোকো সংস্থার তরফে।
পোকো এম৪ প্রো ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন