Poco M6 Pro 5G লঞ্চ হয়ে গেল ভারতে, মাত্র 10,999 টাকায় দুর্দান্ত ফিচার্স
Poco M6 Pro 5G ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বেস 4GB/64GB ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা এবং হাই-এন্ড 6GB/128GB ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা। 9 অগস্ট থেকে এই ফোন ক্রয় করা যাবে কেবলই ফ্লিপকার্টে।
Poco M6 Pro 5G: ভারতের বাজারে সস্তার একটি 5G স্মার্টফোন লঞ্চ করে দিল POCO, যার নাম Poco M6 Pro 5G। সংস্থার তরফে এই হ্যান্ডসেটটিকে ‘5G Disrupter’ বলা হচ্ছে। কয়েক দিন আগে Redmi একটি চমৎকার ফোন লঞ্চ করেছিল, যার নাম Redmi 12 5G। সেটি ছিল এখনও পর্যন্ত দেশের সবথেকে কম দামি 5G স্মার্টফোন। কিন্তু POCO-র এই 5G হ্যান্ডসেটটি তার থেকেও কম দামি। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেটের সাহায্যে। এই Poco M6 Pro 5G এবং Redmi 12 5G দুটি ফোনেই রয়েছে একই হার্ডওয়্যার।
Poco M6 Pro 5G: দাম ও অন্যান্য তথ্য
Poco M6 Pro 5G ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বেস 4GB/64GB ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা এবং হাই-এন্ড 6GB/128GB ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা। 9 অগস্ট থেকে এই ফোন ক্রয় করা যাবে কেবলই ফ্লিপকার্টে।
Poco M6 Pro 5G: ফিচার ও স্পেসিফিকেশন
গ্লাস ব্যাক রয়েছে এই ফোনের। দুটি রঙে পাওয়া যাবে এই ফোনটি: ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক। IP53 ডাস্ট ও স্প্ল্যাশ রেজ়িস্ট্যান্স প্রাপ্ত এই হ্যান্ডসেট বায়োমেট্রিক্স এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার দ্বারা সুরক্ষিত। রয়েছে একটি IR ব্লাস্টার এবং হেডফোন জ্যাক। তবে একটাই মাত্র মনো স্পিকার আউট রয়েছে।
6.79 ইঞ্চির একটি LCD ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রেজ়োলিউশন 1080 পিক্সেলস এবং রিফ্রেশ রেট 90Hz। পাঞ্চ-হোল কাট রয়েছে, সেখানেই 8MP সেলফি ক্যামেরার ঘর। ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। আর একটি 2MP ডেপথ সেন্সরও রয়েছে ফোনটিতে।
Poco M6 Pro 5G ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি 4nm Snapdragon 4 Gen 2 প্রসেসর। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। USB Type-C চার্জিং পোর্টের দ্বারা ফোনটি চার্জ করা হবে। ফোনের রিটেল বক্সের সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি 22.5W চার্জার। সফটওয়্যারের দিক থেকে এই ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ফোনটি 2 বছরের OS আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিওরিটি আপডেট পেয়ে যাবে।