25,999 টাকার Poco X4 Pro 5G ফ্লিপকার্টে মাত্র 5,999 টাকায়, দুর্দান্ত অফার

Poco X4 Pro 5G ফোনে সবথেকে বড় অফারটি আপনি পাবেন, যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করিয়ে নেন। পুরনো ফোনটা বদলে আপনি যদি নিজেকে Poco X4 Pro 5G দিয়ে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 17,999 টাকা ছাড়।

25,999 টাকার Poco X4 Pro 5G ফ্লিপকার্টে মাত্র 5,999 টাকায়, দুর্দান্ত অফার
পোকো ফোনে বিরাট অফার।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 1:21 PM

Smartphone Offer: দেশের বিভিন্ন শহরে 5G চালু হয়ে গিয়েছে। সেই 5G পরিষেবার সুবিধা নিতে আপনি কি একটা 5G স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে Flipkart-এ আপনার জন্য একটি দুর্দান্ত অফার রয়েছে। Poco X4 Pro 5G ফোনটি আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন মাত্র 999 টাকায়। ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার-সহ একাধিক ছাড়ে আপনি মাত্র 999 টাকায় জবরদস্ত ফিচারের এই ফোনটি ক্রয় করতে পারবেন। কত টাকা ছাড় পাবেন, কেন এই ফোনটি আপনার জন্য সেরা অপশন হতে পারে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Poco X4 Pro 5G: দাম ও অফার

Poco X4 Pro 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা। লেজ়ার ব্ল্যাক কালার অপশনে এই ফোনটি আপনি পেয়ে যাবেন। ফ্লিপকার্ট এই ফোনের উপরে প্রাথমিক ভাবে 30% ডিসকাউন্ট দিচ্ছে। আপনার কাছে যদি ICICI, CITI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আরও অতিরিক্ত 10% বা 750 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও 3,000 টাকা করে মাসিক EMI-এর ভিত্তিতেও এই ফোনটিকে আপনি বাড়ি নিয়ে আসতে পারেন।

তবে, Poco X4 Pro 5G ফোনে সবথেকে বড় অফারটি আপনি পাবেন, যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করিয়ে নেন। পুরনো ফোনটা বদলে আপনি যদি নিজেকে Poco X4 Pro 5G দিয়ে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 17,999 টাকা ছাড়। তবে যে ফোনটা বদলাবেন, তার কন্ডিশন অত্যন্ত ভাল হতে হবে। ফলে, সব মিলিয়ে এই পোকো হ্যান্ডসেটটি ক্রয় করতে আপনার খরচ হবে 5,999 টাকা। এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারান্টি, ছয় মাসের অ্যাক্সেসারজ়ি ওয়ারান্টি দেওয়া হচ্ছে এই ফোনের সঙ্গে। পাশাপাশি 7 দিন পর্যন্ত রিটার্ন পলিসিও মিলবে ফোনটিতে।

Poco X4 Pro 5G: স্পেসিফিকেশন, ফিচার

Poco X4 Pro 5G ফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুলHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে হ্যান্ডসেটটিতে, যার প্রাইমারি সেন্সর 64MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 8MP এবং আর একটি 2MP ক্যামেরা। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরের সাহায্যে। এছাড়াও অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও রয়েছে।