Realme 10 লঞ্চ হল 50MP ক্যামেরা ও 33W ফাস্ট চার্জিং সহযোগে, দাম কত?

Realme 10 ফোনটি মোট চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে কিনতে পারবেন কাস্টমাররা। কালো এবং সাদা এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। মডেলগুলির দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

Realme 10 লঞ্চ হল 50MP ক্যামেরা ও 33W ফাস্ট চার্জিং সহযোগে, দাম কত?
Realme 10 হাজির হল দুর্দান্ত ফিচার নিয়ে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 9:23 AM

Realme তার পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে হাজির হল। গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল Realme 10 সিরিজ়ের ফোনগুলি। এই সিরিজ়ের আপাতত ভ্যানিলা Realme 10 মডেলটিই লঞ্চ করা হয়েছে, Pro মডেলগুলি এখনও পর্যন্ত লঞ্চ করা হয়নি। 17 নভেম্বর চিনে হাজির হতে পারে Realme 10 Pro এবং Realme 10 Pro+। তবে Realme 10 ফোনে রয়েছে একটি ইউনিবডি ডিজ়াইন, যা অনেকটাই Realme 9i 5G-র মতো দেখতে। ঠিক দুই মাস আগেই এই ফোনটি লঞ্চ করেছিল সংস্থা। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ।

Realme 10: দাম ও উপলব্ধতা

Realme 10 ফোনটি মোট চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে কিনতে পারবেন কাস্টমাররা। কালো এবং সাদা এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। ফোনের সবকটি মডেলের দাম একনজরে দেখে নেওয়া যাক।

-4GB RAM + 64GB স্টোরেজ: $229 (প্রায় 18,700 টাকা)

-4GB RAM + 128GB স্টোরেজ: $249 (প্রায় 20,300 টাকা)

-6GB RAM + 128GB স্টোরেজ: $269 (প্রায় 21,900 টাকা)

-8GB RAM + 128GB স্টোরেজ: $279 (প্রায় 22,800 টাকা)

-8GB RAM + 256GB স্টোরেজ: $299 (প্রায় 24,400 টাকা)

এদিকে, Realme India-র প্রধান মাধব শেঠ ঘোষণা করেছেন যে, বাঁকা ডিসপ্লে সহ একটি নতুন Realme 10 স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হচ্ছে। সেটি Realme 10 Pro বা Realme 10 Pro+ হতে পারে।

Realme 10 ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ একটি মোটামুটি বড় 6.4-ইঞ্চি ফুল-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। সামনের প্যানেলে উপরের বাম কোণে একটি পাঞ্চ হোল রয়েছে, যা আসলে সেলফি ক্যামেরার ঘর। পারফরম্যান্সের দিক থেকে Realme 10 ফোনটি MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে চালিত হবে। চিপসেটটি 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তিকেও সমর্থন করে যা RAM ক্ষমতা বাড়ানোর জন্য নিষ্ক্রিয় মেমরি ব্যবহার করে।

Realme 10 Android 12-ভিত্তিক Realme UI 3.0-এ চলে। তবে এই স্মার্টফোনের জন্য কত বছরের Android OS আপডেট মিলবে, সে বিষয়ে এখনও পর্যন্ত রিয়েলমি কিছু জানায়নি।

এর সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, চার্জিং এবং ডেটা সিঙ্কের জন্য একটি USB টাইপ-সি পোর্ট। 33W ফাস্ট-ওয়ার্ড চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারিও রয়েছে। বায়োমেট্রিক নিরাপত্তার জন্য Realme 10-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Realme 10 এর পিছনে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা খুবই বিরল। কারণ, এই বিভাগে প্রতিদ্বন্দ্বীরা সাধারণত পিছনে তিনটি সেন্সর প্যাক করে। একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য এই ফোনের সামনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।