ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো ৫জি (Realme 9 Pro 5G) এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি (Realme 9 Pro+ 5G) ফোন। এই দুই রিয়েলমি স্মার্টফোনেই (Realme 9 Pro 5G series) রয়েছে একটি লাইট শিফট ডিজাইন, যার সাহায্যে ফোনের পিছনের অংশের রঙ হাল্কা নীল থেকে লালে পরিণত হবে যখন ফোন সূর্যরশ্মি বা অতি বেগুনি রশ্মির প্রভাবে আসবে। সানরাইজ ব্লু কালার অপশনেই সীমাবদ্ধ রয়েছে এই কালার শিফটিং টেকনোলজি। রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে ডায়নামিক র্যাম এক্সপ্যানশন ফিচার। এর সাহায্যে ফোনের বিল্ট-ইন স্টোরেজ ব্যবহার করে র্যামের পরিমাণ ভার্চুয়ালি ৫ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
রিয়েলমি ৯ প্রো ৫জি সিরিজে রয়েছে একটি স্ট্রিট ফটোগ্রাফি মোড ২.০। এর মধ্যে নিওন ট্রেল, লাইট ট্রেল পোর্ট্রেট, রাশ আওয়ার এবং লাইট পেন্টিং— এইসব ফিচার রয়েছে। রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আর রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক Dimensity ৯২০ প্রসেসর। ইনিফিনিক্স জিরো ৫জি, ভিভো টি১ ৫জি এবং মোটো জি৭১ ৫জি ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে রিয়েলমি ৯ প্রো ৫জি ফোন। আর এমিআই ১১আই, শাওমি ১১আই হাইপার চার্জ ৫জি এবং মোটো এজ ২০ ফোনের সঙ্গে প্রতিযোগিতা হবে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের।
ভারতে রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের দাম কত?