Realme 9 Pro Series: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোন, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 16, 2022 | 3:45 PM

রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে।

Realme 9 Pro Series: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোন, দাম কত?
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো সিরিজের দুটো স্মার্টফোন। Photo Credit: You Tube

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো ৫জি (Realme 9 Pro 5G) এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি (Realme 9 Pro+ 5G) ফোন। এই দুই রিয়েলমি স্মার্টফোনেই (Realme 9 Pro 5G series) রয়েছে একটি লাইট শিফট ডিজাইন, যার সাহায্যে ফোনের পিছনের অংশের রঙ হাল্কা নীল থেকে লালে পরিণত হবে যখন ফোন সূর্যরশ্মি বা অতি বেগুনি রশ্মির প্রভাবে আসবে। সানরাইজ ব্লু কালার অপশনেই সীমাবদ্ধ রয়েছে এই কালার শিফটিং টেকনোলজি। রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে ডায়নামিক র‍্যাম এক্সপ্যানশন ফিচার। এর সাহায্যে ফোনের বিল্ট-ইন স্টোরেজ ব্যবহার করে র‍্যামের পরিমাণ ভার্চুয়ালি ৫ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

রিয়েলমি ৯ প্রো ৫জি সিরিজে রয়েছে একটি স্ট্রিট ফটোগ্রাফি মোড ২.০। এর মধ্যে নিওন ট্রেল, লাইট ট্রেল পোর্ট্রেট, রাশ আওয়ার এবং লাইট পেন্টিং— এইসব ফিচার রয়েছে। রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আর রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক Dimensity ৯২০ প্রসেসর। ইনিফিনিক্স জিরো ৫জি, ভিভো টি১ ৫জি এবং মোটো জি৭১ ৫জি ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে রিয়েলমি ৯ প্রো ৫জি ফোন। আর এমিআই ১১আই, শাওমি ১১আই হাইপার চার্জ ৫জি এবং মোটো এজ ২০ ফোনের সঙ্গে প্রতিযোগিতা হবে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের।

ভারতে রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের দাম কত?

  • রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এটিই বেস ভ্যারিয়েন্ট। এরপর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৯৯৯ টাকা।
  • রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৮,৯৯৯ টাকা।
  • ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com ছাড়াও অন্যান্য মেনলাইন চ্যানেল থেকে রিয়েলমি ৯ প্রো সিরিজের এই দুই ফোনে কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে এই দু’টি ফোন কেনা হলে দু’হাজার টাকা সরাসরি ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।

আরও পড়ুন- Nokia G11: চুপিসাড়ে আগমন নোকিয়া জি১১ ফোনের! ১০২০০ টাকা খরচে ৯০ হার্ৎজ় ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা

Next Article