Realme 9 Pro Plus 5G: ভারতে শুরু হতে চলেছে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের সেল, দেখে নিন দাম ও লঞ্চ অফার
অরোরা গ্রিন মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ ব্লু--- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোন। ২১ ফেব্রুয়ারি অর্থাৎ আজ ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে।
ভারতে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি (Realme 9 Pro+ 5G) ফোনের বিক্রি শুরু হতে চলেছে। গত ১৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছিল এই রিয়েলমি স্মার্টফোন (Realme Smartphone)। এই ফোনে রয়েছে একটি কালার শিফটিং রেয়ার প্যানেল ডিজাইন (colour-shifting rear panel design)। অর্থাৎ ফোনের পিছনের অংশ সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির প্রভাবে এলে রঙ পরিবর্তন করবে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক Dimensity ৯২০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম। রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
ভারতে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের দাম এবং লঞ্চ অফার
রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৮,৯৯৯ টাকা। অরোরা গ্রিন মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ ব্লু— এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোন। ২১ ফেব্রুয়ারি অর্থাৎ আজ ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং মেনলাইন চ্যানেলের মাধ্যমে এই ফোন কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে কেনাকাটা করলে ২০০০ টাকা ফ্ল্যাট ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এমনটাই জানিয়েছে রিয়েলমি সংস্থা।
রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের স্পেসিফিকেশন
- অ্যানড্রয়েড ১২ এবং Realme UI 3.0- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এখানে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের উপর রয়েছে একটি ২.৫ডি কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
- এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯২০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও এই ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সলের সোনি IMX355 সেনসর (আলট্রা ওয়াইড লেন্স) এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার।
- রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনে রয়েছে একটি ProLight Imaging Technology। রিয়েলমি সংস্থার দাবি, এই প্রযুক্তির সাহায্যে ছবিতে আলোর পরিমাণ ভাল থাকবে।
- এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সোনি IMX471 সেলফি ক্যামেরা রয়েছে। কম আলোতেও ভাল সেলফি তোলা যাবে এই ক্যামেরায় থাকা ক্লিয়ার ফিউশন অ্যালগোরিথমের সাহায্যে।
- এই ফোনে রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের এহডফোন জ্যাক রয়েছে, এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। সেই সঙ্গে এই ফোনে রয়েছে একটি হার্ট রেট সেনসর যা ইউজারের হৃদস্পন্দন পরিমাপ করতে, নজর রাখতে, পর্যবেক্ষণে সাহায্য করবে। তবে এই হার্ট রেট সেনসর স্বাস্থ্য নিয়ামক হিসেবে অনুমোদন পায়নি।
- রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনে রয়েছে ডুয়াল স্পিকার যেখানে ডলবি অ্যাটমোস এবং হাই রেসোলিউশনের অডিয়ো সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট পর্যন্ত সুপার ডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর ফোনের জন ১৮২ গ্রাম।