Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme 9i 5G এসে গেল ভারতে, 15000 টাকার মধ্যে আকর্ষণীয় কিছু ফিচার

Realme 9i 5G Price And Specifications: দেশে নতুন 5G হ্যান্ডসেট নিয়ে এল রিয়েলমি। 15,000 টাকা বাজেটের মধ্যেই এই ফোনের যাবতীয় ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য জেনে নিন।

Realme 9i 5G এসে গেল ভারতে, 15000 টাকার মধ্যে আকর্ষণীয় কিছু ফিচার
15,000 টাকা বাজেটেই লঞ্চ হল Realme 9i 5G।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2022 | 1:34 PM

কম দামের একটি 5G স্মার্টফোন নিয়ে এল রিয়েলমি। লেটেস্ট ফোনের নাম Realme 9i 5G। চলতি বছরের শুরুতেই ভারতে এই ফোনের 4G ভার্সন লঞ্চ হয়েছিল, তারই আপগ্রেডেড মডেল হল এই 5G কাউন্টারপার্টটি। হালফিলের বাজেট সেগমেন্টের শাওমি, স্যামসাং এবং মোটোরোলা-র 5G ফোনগুলিকে টেক্কা দেওয়ার মতো সমস্ত ফিচার রয়েছে Realme 9i 5G ফোনে। অত্যন্ত স্লিমার একটি ফোন, যার থিকনেস 8.1mm। সবথেকে বড় কথা হল 15,000 টাকা বাজেটের মধ্যেই এই ফোনটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। আর কী কী ফিচার রয়েছে একবার দেখে নেওয়া যাক।

Realme 9i 5G: ভারতে দাম

Realme 9i 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 4GB র‌্যাম ও 64GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা এবং 6GB ও 128GB স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা। 24 অগস্ট থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে এই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে এই ফোনের দুটি ভ্যারিয়েন্টেই মিলবে যথাক্রমে 1,000 টাকা করে ছাড়। ফলে, দুটি মডেলের দাম হয়ে যাচ্ছে যথাক্রমে 13,999 টাকা ও 15,999 টাকা। সুলফুল ব্লু, রকিং ব্ল্যাক এবং মেটালিকা গোল্ড- এই তিনটি কালার অপশনে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Realme 9i 5G: ডিজ়াইন, স্পেসিফিকেশন, ফিচার

প্রথমে দেখে নেওয়া যাক ফোনের ডিজ়াইন। লেটেস্ট 5G মডেলটির সঙ্গে তার 4G কাউন্টারপার্টের অনেকাংশেই মিল রয়েছে। ইউনিবডি অ্যাপিয়ারেন্সেই ধরা দিয়েছে ফোনটি। এর ব্যাক প্যানেলে তিনটি তিনটি ক্যামেরা ও তার সঙ্গে LED ফ্ল্যাশ রয়েছে। ফ্ল্যাট-এজ ডিজ়াইনের রিয়েলমির এই 5G ফোনটির ডিজ়াইন আইফোন 12 ও 13 সিরিজ় দ্বারা অনুপ্রাণিত। ফোনটার নিচের দিকে USB-C পোর্ট এবং একটি 3.5mm অডিও জ্যাক রয়েছে। ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Realme 9i 5G ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, স্মুধ স্ক্রলিংয়ের জন্য যার রিফ্রেশ রেট 90Hz। সেলফি ক্যামেরার জন্য এই হ্যান্ডসেটের ডিসপ্লের ঠিক উপরে একটি ওয়াটার -ড্রপ নচ রয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত র‌্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

ফোনের রিয়ার প্যানেলে রয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা, একটি পোর্ট্রেইট ক্যামেরা এবং একটি ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। Realme 9i 5G ফোনটি নিয়ে আসা হয়েছে নয়টি 5G ব্যান্ড সাপোর্ট-সহ, যা ভারতের মার্কেটের জন্য খুবই ভাল।

বেশ বড় একটি 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই নয় যে ব্যাটারিটি মার্কেটে এই মুহূর্তে 5G ফোনের জন্য সেরা, তবে এই ব্যাটারিই কম দামের আরও বেশ কিছু 5G হ্যান্ডসেটে রয়েছে।