ভারতে লঞ্চ হল রিয়েলমি সি১১ ফোনের নতুন ভ্যারিয়েন্ট। উল্লেখ্য, গত বছরই রিয়েলমি সি১১ ফোনের ডেবিউ হয়েছিল। গত বছরের মডেলের সঙ্গে ডিজাইনে মিল থাকলেও ২০২১ রিয়েলমি সি১১ ফোনে বদলেছে ফিচার। বাজেট ফ্রেন্ডলি এই ফোনে রয়েছে একটি সিঙ্গল রেয়ার ক্যামেরা। এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। এছাড়াও এই ফোনে রয়েছে একটি octa-core প্রসেসর। ২ জিনি র্যামেবং ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ বাড়ানো সম্ভব।
ভারতে রিয়েলমি সি১১ (২০২১) ফোনের দাম
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। কুল ব্লু এবং কুল গ্রে, এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি সি১১ (২০২১০)। রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা সম্ভব। গত বছর ভারতে রিয়েলমি সি১১- র যে মডেল লঞ্চ হয়েছিল, তার দাম ছিল ৭৪৯৯ টাকা। যদিও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটে এখন আর এই ফোন পাওয়া যায় না। তাই কেউ কিনতে চাইলে তাকে রিয়েলমি সি১১ (২০২১) ফোন কিনতে হবে।
আরও পড়ুন- একটি নয়, নোকিয়ার পাঁচটি নয়া স্মার্টফোন একসঙ্গে লঞ্চ হবে ভারতে!