ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি সিরিজের নতুন ফোন রিয়েলমি সি২১ওয়াই। রিয়েলমি সংস্থা তাদের অফিশিয়াল ওয়েবসাইট Realme.com- এ ভারতে এই ফোন লঞ্চের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। আগামী ২৩ অগস্ট সোমবার রিয়েলমি সি২১ওয়াই ফোন লঞ্চ হবে দেশে। গত মাসে অর্থাৎ জুলাই মাসে ভিয়েতনামে লঞ্চ হয়েছে রিয়েল সি২১ওয়াই ফোন। সেই ভ্যারিয়েন্টে ছিল একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে ছিল এই ফিচার। সেখানে ছিল ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও এই ফোনে ছিল একটি ৫ মেগপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়েলমি সি২১ওয়াই (ভিয়েতনামে লঞ্চ হওয়া মডেল) ফোনে ছিল Unisoc T610 প্রসেসর। এই স্মার্টফোনের ব্যাটারি ছিল ৫০০০mAh। তাছাড়াও ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইউজারদের সুরক্ষার জন্য এই ফিচার রাখা হয়েছে।
ভারতে রিয়েলমি সি২১ওয়াই ফোনের সম্ভাব্য দাম-
২৩ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে রিয়েলমি সি সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি সি২১ওয়াই। ইতিমধ্যেই এই ফোনের জন্য Realme.com সাইটে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেই মাইক্রোসাইট আবার লাইভও হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশনের জন্য ‘Notify Me’ অপশন দেওয়া হয়েছে। টিজার পেজের মাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে যে এই ফোন ক্রস ব্লু এবং ক্রস ব্ল্যাক রঙে আসতে চলেছে। মনে করা হচ্ছে, ভিয়েতনামের মডেল এবং ভারতে লঞ্চ হওয়া ফোনের দাম একই থাকবে। সেক্ষেত্রে রিয়েলমি সি২১ওয়াই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় হতে পারে ১০.৫০০ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মডেলের দাম হতে পারে প্রায় ১২ হাজার টাকা।
রিয়েলমি সি২১ওয়াই ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার-
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ওয়াই৩৩এস, কবে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন?