ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৫জি স্মার্টফোন, কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 18, 2021 | 3:37 PM

রিয়েলমি জিটি ৫জি ফোনের বিক্রি শুরু হবে আগামী ২৫ অগস্ট থেকে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশপাশি রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং অন্যান্য বড় দোকানে এই ফোন কিনতে পাওয়া যাবে।

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৫জি স্মার্টফোন, কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত?
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৫জি স্মার্টফোন।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি সিরিজের ৫জি ফোন রিয়েলমি জিটি ৫জি। এই ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। রিয়েলমি জিটি ৫জি ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর। ভারতে রিয়েলমি জিটি ৫জি ফোন লঞ্চ হয়েছে দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের ৮ জিবি র‍্যাম ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা। রিয়েলমি জিটি ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। ড্যাশিং ব্লু এবং ড্যাশিং সিলভার- এই দুই রঙে ভারতে পাওয়া যাবে রিয়েলমি জিটি ৫জি ফোন। এছাড়া ভেগান লেদার ফিনিশে থাকছে রেসিং ইয়েলো কালার অপশন।

রিয়েলমি জিটি ৫জি ফোনের বিক্রি শুরু হবে আগামী ২৫ অগস্ট থেকে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশপাশি রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং অন্যান্য বড় দোকানে এই ফোন কিনতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ফ্লিপকার্টের স্মার্ট আপগ্রেড প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে রিয়েলমি সংস্থা। এর সাহায্যে রিয়েলমি জিটি ৫জি ফোন এক বছরের জন্য কেনা যাবে। এর জন্য ফোনের দামের ৭০ শতাংশ টাকা দিতে হবে ক্রেতাদের।

রিয়েলমি জিটি ৫জি ফোনের বিভিন্ন ফিচার-

  • এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে। ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ এবং Realme UI 2.0- এর সাহায্যে।
  • রিয়েলমি জিটি ৫জি ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে।
  • এই ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম। এছাড়াও রয়েছে র‍্যাম এক্সপ্যান্ড করার ফিচার। ইনবিল্ড স্টোরেজ ব্যবহার করে ৭ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এই র‍্যামের পরিমাণ।
  • রিয়েলমি জিটি ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের সোনি IMX682 প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • এই ফোনের ব্যাটারি ৪৫০০mAh। তার সঙ্গে রয়েছে ৬৫W SuperDart ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • রিয়েলমি জিটি ৫জি ফোনে রয়েছে ১২৮ এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি এবং ৪জি এলটিই পরিষেবা। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস / এ – জিপিএস, এনএফসি এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে।

আরও পড়ুন- iQoo 8 Series: লঞ্চ হয়েছে iQoo ৮ সিরিজের নতুন দু’টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো

Next Article