ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি সিরিজের ৫জি ফোন রিয়েলমি জিটি ৫জি। এই ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। রিয়েলমি জিটি ৫জি ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর। ভারতে রিয়েলমি জিটি ৫জি ফোন লঞ্চ হয়েছে দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের ৮ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা। রিয়েলমি জিটি ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। ড্যাশিং ব্লু এবং ড্যাশিং সিলভার- এই দুই রঙে ভারতে পাওয়া যাবে রিয়েলমি জিটি ৫জি ফোন। এছাড়া ভেগান লেদার ফিনিশে থাকছে রেসিং ইয়েলো কালার অপশন।
রিয়েলমি জিটি ৫জি ফোনের বিক্রি শুরু হবে আগামী ২৫ অগস্ট থেকে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশপাশি রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং অন্যান্য বড় দোকানে এই ফোন কিনতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ফ্লিপকার্টের স্মার্ট আপগ্রেড প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে রিয়েলমি সংস্থা। এর সাহায্যে রিয়েলমি জিটি ৫জি ফোন এক বছরের জন্য কেনা যাবে। এর জন্য ফোনের দামের ৭০ শতাংশ টাকা দিতে হবে ক্রেতাদের।
রিয়েলমি জিটি ৫জি ফোনের বিভিন্ন ফিচার-
আরও পড়ুন- iQoo 8 Series: লঞ্চ হয়েছে iQoo ৮ সিরিজের নতুন দু’টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো