AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

iQoo 8 Series: লঞ্চ হয়েছে iQoo ৮ সিরিজের নতুন দু’টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো

জানা গিয়েছে, iQoo ৮ এবং iQoo ৮ প্রো ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই দুই মডেলের ব্যাটারিতে রয়েছে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

iQoo 8 Series: লঞ্চ হয়েছে iQoo ৮ সিরিজের নতুন দু'টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো
দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 9:24 AM
Share

ভিভোর সাব-ব্র্যান্ড iQoo তাদের নতুন iQoo ৮ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে দু’টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো লঞ্চ হয়েছে, এর আগে চিনে জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল iQoo ৭ সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে iQoo ৮ সিরিজের এই দু’টি ফোন। iQoo ৭ সিরিজের তুলনায় ডিজাইন এবং ফিচার, দু’ক্ষেত্রেই নতুন সিরিজে অর্থাৎ iQoo ৮ সিরিজের দুটো মডেলে আপডেট এসেছে। জানা গিয়েছে, iQoo ৮ এবং iQoo ৮ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই দুই ফোনেই রয়েছে বিএমডব্লু এম মোটোরস্পোর্ট কালারওয়েজ। ভ্যানিলা iQoo ৮ মডেলে রয়েছে রিনটি কালার ফিনিশ। অন্যদিকে iQoo ৮ প্রো মডেলে রয়েছে দুটো কালার ফিনিশ।

iQoo ৮ এবং iQoo ৮ প্রো ফোনের দাম কত?

  • iQoo ৮ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম CNY ৩৭৯৯, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,৬০০ টাকা। এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৪১৯৯, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,২০০ টাকা। দুটো কালার ফিনিশে পাওয়া যাবে এই মডেল। সেই দু’টি রঙ হল Legendary Edition with the BMW M Motorsport colourway এবং ব্ল্যাক ভ্যারিয়েন্ট।
  • iQoo ৮ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৪৯৯৯, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭,৩০০ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ৫৪৯৯, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩,১০০ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৫৯৯৯, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮,৮০০ টাকা। Legendary Edition এবং Track Version, এই দুই কালার ফিনিশে পাওয়া যাবে iQoo ৮ প্রো ফোন।

iQoo ৮ সিরিজের দু’টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো- এর প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে চিনে। আগামী ২৪ অগস্ট থেকে iQoo ৮ ফোনের সেল শুরু হবে। অন্যদিকে, iQoo ৮ প্রো ফোনের সেল শুরু হবে ২৬ অগস্ট থেকে। আন্তর্জাতিক বাজারে কবে iQoo ৮ সিরিজের এই দুই মডেল লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। iQoo ৮ সিরিজের দু’টি ফোনেই রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। জানা গিয়েছে, iQoo ৮ এবং iQoo ৮ প্রো ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই দুই মডেলের ব্যাটারিতে রয়েছে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Vivo X60: ভারতে একলাফে এই ফোনের দাম কমেছে তিন হাজার টাকা, কমা দামের উপর রয়েছে ক্যাশব্যাক অফার