রিয়েলমির নতুন স্মার্টফোন নিয়ে শুরু হয়েছে আলোচনা। শোনা যাচ্ছে, এবার দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ২টি ফোন। ইতিমধ্যেই নাকি এই স্মার্টফোন নিয়ে কাজ শুরু করে দিয়েছে রিয়েলমি সংস্থা। তবে কবে লঞ্চ হতে পারে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। সম্প্রতি রিয়েলমি সংস্থার সিএমও Xu Qi Chase একটি টিজার প্রকাশ করেছেন। সেখানেই বলা হয়েছে যে রিয়েলমি জিটি নিও ২ সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সেই সঙ্গে এও বলা হয়েছে যে এই ফোনের ডিজাইন হবে একদম নতুন। এরপর থেকেই রিয়েলমি জিটি নিও ২টি ফোন নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতিই রিয়েলমি সংস্থা জানিয়েছে যে তাদের রিয়েলমি জিটি নিও ২ ফোন ভারতে লঞ্চ হবে ১৩ অক্টোবর। এরপরেই জানা গিয়েছে যে, রিয়েলমি জিটি নিও ২টি ফোন লঞ্চ হতে চলেছে। এক জনপ্রিয় টিপস্তার আবার দাবি করেছেন যে গত মাসে TENAA লিস্টিংয়ে RMX3357 মডেল নম্বর সমেত একটি ফোনের হদিশ পাওয়া গিয়েছিল। সম্ভবত সেটিই রিয়েলমি জিটি নিও ২টি ফোন। সম্প্রতি আবার জানা গিয়েছে যে এই ফোন দেখা গিয়েছে একটি নতুন MIIT লিস্টিংয়ে। রিয়েলমি সংস্থার সিএমও Xu Qi Chase চিনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo- তে ইঙ্গিত করেছেন যে রিয়েলমি জিটি নিও ২টি, এই নতুন স্মার্টফোনে একদম নতুন ধরনের চিপ থাকতে পারে।
রিয়েলমির এই আসন্ন ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচার-
আরও পড়ুন- OnePlus 9RT: কোন কোন ফিচার নিশ্চিত ভাবে থাকতে চলেছে এই স্মার্টফোনে, দেখে নিন