80W ফাস্ট চার্জিংয়ের GT Neo 3T লঞ্চ হল, অক্টোবরেই Android 13 আপডেট
Realme GT Neo 3T ভারতে লঞ্চ করা হয়েছে 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। এই তিন মডেলের দাম যথাক্রমে 29,999 টাকা, 31,999 টাকা এবং 33,999 টাকা।
Realme GT Neo 3T লঞ্চ করে গেল ভারতে। এই ফোনটি আসলে Realme GT Neo 3-র একটু টোনড ডাউন ভার্সন। ডিজ়াইনের দিক থেকে ফোনটির অনেক মিল রয়েছে তার পূর্ববর্তী প্রজন্মের সঙ্গে। তবে স্পেসিফিকেশনে বেশ কিছু তফাত রয়েছে। যেমন এই ফোনে কোয়ালকম চিপসেট দেওয়া হয়েছে এবং এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কাস্টমাররা Realme GT Neo 3T ক্রয় করতে পারেন তিনটি ভিন্ন স্টোরেজ অপশন এবং ফোনের তিনটি রঙের মডেলও রয়েছে।
Realme GT Neo 3T ভারতে দাম
Realme GT Neo 3T ভারতে লঞ্চ করা হয়েছে 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। এই তিন মডেলের দাম যথাক্রমে 29,999 টাকা, 31,999 টাকা এবং 33,999 টাকা। 23 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমির অনলাইন ও অফলাইন স্টোরগুলিতে প্রথম বার বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম দিনে তিনটি ফোনেই 7,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
Realme GT Neo 3T স্পেসিফিকেশনস
এই ফোনে রয়েছে 6.62 ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1300 নিটস। পারফরম্যান্সের দিক থেকে এটি চালিত হচ্ছে Qualcomm Snapdragon 870 5G চিপসেটের মাধ্যমে, যা পেয়ার করা রয়েছে 8GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে।
ফোন যাতে সহজে গরম না হয় তা নিশ্চিত করতে 8 লেয়ারের হিট ডিসিপেশন স্ট্রাকচার রয়েছে এতে। তিনটে ক্যামেরা রয়েছে, যাদের নেতৃত্ব দেবে 64MP প্রাইমারি সেন্সর। গৌণ হিসেবে 8MP ও 2MP-র বাড়তি সাপোর্ট থাকছে। ক্যামেরা অ্যাপটিতে আকর্ষণীয় কিছু মোড রয়েছে যেমন, সুপার নাইটস্কেপ মোড, স্ট্রিট ফটোগ্রাফি মোড ইত্যাদি। চলতি বছরের অক্টোবর মাসেই Android 13 আপডেট পাবে Realme GT Neo 3T।
দীর্ঘক্ষণ ফোনকে শক্তি যোগাতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি দাবি করছে, মাত্র 12 মিনিটের মাথায় 50 শতাংশ চার্জ করে ফেলতে পারে ফোনটি। 5G সাপোর্ট, দ্রুত ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ওয়াই-ফাই ডুয়াল চ্যানেল নেটওয়ার্ক রয়েছে।