Realme Narzo 50 Pro 5G ভারতে প্রথম বার সেলে হাজির, 2000 টাকা ছাড় দিয়ে শুরু ঝোড়ো ব্যাটিং

Realme Narzo 50 Pro 5G First Sale Today: দেশে প্রথম বার কেনাকাটির জন্য উপলব্ধ হল রিয়েলমি নার্জ়ো ৫০ প্রো ৫জি ফোনটি। প্রথম দিনই আপনি পেয়ে যাবেন 2,000 টাকা ছাড়। কীভাবে সেই অফারটি পাবেন, জেনে নিন।

Realme Narzo 50 Pro 5G ভারতে প্রথম বার সেলে হাজির, 2000 টাকা ছাড় দিয়ে শুরু ঝোড়ো ব্যাটিং
রিয়েলমি নার্জ়ো ৫০ প্রো ৫জি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 12:43 PM

দেশে এই প্রথম কেনাকাটির জন্য উপলব্ধ হল Realme Narzo 50 Pro 5G ফোনটি। এই ব্র্যান্ড-নিউ 5G হ্যান্ডসেটের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে একটি MediaTek Dimensity চিপসেট। চমৎকার একটি AMOLED ডিসপ্লে রয়েছে ফোনটিতে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48MP। তবে ফিচার্স ও স্পেসিফিকেশনস যাই হোক না কেন, Realme Narzo 50 Pro 5G বহু মানুষের প্রধান আকর্ষণ হওয়ার অন্যতম কারণটি হল তার কম দাম। Narzo 50 Pro 5G ফোনটির বেস মডেলের দাম 21,999 টাকা। তবে আপনি যদি একটা যথাযথ পেমেন্ট অপশন বেছে নিতে পারেন, তাহলে এই ফোনটির দামই খুব কম হয়ে যাবে। HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রান্জাকশনে এই ফোনটি ক্রয় করলে আপনি পেয়ে যাবেন 2,000 টাকা ছাড়। অর্থাৎ অফারে মিড-রেঞ্জের এই ফোনটিই আপনি পেয়ে যাবেন মাত্র 19,999 টাকায়। এখন এই অফারটি আপনার জন্য উপলব্ধ হবে কি না, তাই একবার দেখে নেওয়া যাক।

Realme Narzo 50 Pro 5G দাম ও অফার

Realme মোট দুটি ভ্যারিয়েন্টে Narzo 50 Pro 5G ফোনটি লঞ্চ করেছে। তাদের মধ্যে এক্কেবারে বেস অর্থাৎ 6GB RAM-এর এই ফোনের দাম 21,999 টাকা এবং বাই-এন্ড 8GB RAM-এর ফোনটির দাম 23,999 টাকা। তবে 2000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের পর এই ফোনের দুটি মডেলের দামই হয়ে যাচ্ছে যথাক্রমে 19,999 টাকা ও 21,999 টাকা। তবে এই অফারটি আপনি তখনই পাবেন, যখন HDFC ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে ফোনটি EMI অপশনে ক্রয় করবেন। রিয়েলমি-র ওয়েবসাইট, অ্যামাজন এবং আপনার বাড়ির কাছাকাছি সমস্ত রিটেল দোকানে এদিন ঠিক দুপুর 12টা থেকে ফোনটির বিক্রি শুরু হয়ে গিয়েছে।

Realme Narzo 50 Pro 5G ফিচার্স ও স্পেসিফিকেশনস

Narzo 50 সিরিজ়ের সবথেকে দামি ফোনটি হল Realme Narzo 50 Pro 5G। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চির ফুল HD AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। এই ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড করা হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 920 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

একটি ডায়নামিক RAM এক্সপ্যানসন ফিচার রয়েছে ফোনটিতে, যার মাধ্যমে আপনি আরও অতিরিক্ত 5GB কাজে লাগাতে পারবেন। এছাড়াও একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে এই ফোনে, যার মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যেতে পারে। সফ্টওয়্যার হিসেবে Android 12 ভিত্তিক Realme UI 3.0 অপারেটিং সিস্টেমে চলবে এই ফোনটি।

তিনটি ক্যামেরা রয়েছে এই Realme Narzo 50 Pro 5G ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 48MP মেইন সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং আর একটি ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 33W চার্জিং সাপোর্ট করবে।