ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোনের দাম কত?
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৫০ স্মার্টফোন (Realme Narzo 50)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর (MediaTek Helio G96 SoC)। এছাড়াও রয়েছে (Realme Smartphone) একটি ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রিয়েলমির এই নতুন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে সুপার ডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে একটি ডায়নামিক র্যাম এক্সপ্যানশন ফিচারও রয়েছে। ফোনের ফ্রি স্টোরেজ ভার্চুয়াল মেমোরি হিসেবে ব্যবহার করে র্যামের পরিমাণ বাড়ানো হয় এই ফিচারের সাহায্যে। রিয়েলমি নারজো ৫০ সিরিজের (Realme Narzo 50 Series) আরও দুটো ফোন এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল ভারতে। এই দুটো ফোন হল রিয়েলমি নারজো ৫০আই এবং রিয়েলমি নারজো ৫০এ। এবার লঞ্চ হল এই স্মার্টফোন সিরিজের ভ্যানিলা মডেল।
ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোনের দাম এবং উপলব্ধতা
রিয়েলমি নারজো ৫০ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। স্পিড ব্ল্যাক এবং স্পিড ব্লু, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৫০ ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন, রিয়েলমি সংস্থার অনলাইন স্টোর এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন। ৩ মার্চ দুপুর ১২টা থেকে ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোনের বিক্রি শুরু হবে।
রিয়েলমি নারজো ৫০ ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। রিয়েলমি নারজো ৫০ ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ এবং Realme UI 2.0- এর সাহায্যে।
- এই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- রিয়েলমি নারজো ৫০ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর রয়েছে। আর তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম।
- ডায়নামিক র্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে এই ফোনের র্যাম ১১ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের না ব্যবহার হওয়া বা ফ্রি স্টোরেজ এক্ষেত্রে ভার্চুয়াল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
- রিয়েলমি নারজো ৫০ ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর। এই ফোনের ডিসপ্লেতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে।
- এই ফোনের স্টোরেজ সর্বোচ্চ ১২৮ জিবি। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- কানেক্টিভিটি অপশন হিসেবে রিয়েলমি নারজো ৫০ ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস পরিষেবা রয়েছে।
- এই ফোনের ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের সুপার ডার্ট ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।
আরও পড়ুন- Redmi Note 11 Pro Series: শিগগিরই ভারতে আসছে রেডমি নোট ১১ প্রো সিরিজ়ের দুই ফোন, দাম হতে পারে ২০,০০০ টাকারও কম