চিনে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ৫জি স্মার্টফোন। সম্প্রতিই চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি ভি১১এস ৫জি ফোন। এই স্মার্টফোনে রয়েছে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর এবং তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত রয়েছে র্যাম। এই ফোনে ডায়নামিক র্যাম এক্সপ্যানশন ফিচারও যুক্ত হয়েছে। একে বলা হয় DRE ফিচার। রিয়েলমি ভি১১ ৫জি ফোন অর্থাৎ ভ্যানিলা ভ্যারিয়েন্টের মতোই নতুন ফোন রিয়েলমি ভি১১এস ৫জি ফোন। দুই ফোনের বডি ডিজাইনে রয়েছে মিল। দুই ফোনেই রয়েছে একই ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও দুটো ফোনেই ৫০০০mAh ব্যাটারি রয়েছে। এর সঙ্গে রয়েছে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে জানা গিয়েছে, রিয়েলমি ভি১১এস ৫জি ফোনের অনবোর্ড স্টোরেজ ১২৮ জিবি। এই স্টোরেজ আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়।
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৩৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা। এর পাশাপাশি এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,২০০ টাকা। রিয়েলমির ওয়েবসাইট (China website) থেকে এই ফোনে কেনা যাচ্ছে। এছাড়াও চিনে যেসমস্ত বড় অনলাইন রিটেলার আছে সেখান থেকেও এই ফোনে কেনা সম্ভব। কালো এবং বেগুনি রঙে এই ফোন লঞ্চ হয়েছে চিনে। আগামী দিনে রিয়েলমি ভি১১এস ৫জি ফোনের গ্লোবাল মার্কেটে ডেবিউ হবে কি না, কিংবা ভারতে এই ফোন লঞ্চ হবে কি না, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- Samsung Galaxy A13 5G: এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে.