AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme: নতুন প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে রিয়েলমি, লঞ্চ হতে পারে আগামী বছরের শুরুতেই

শোনা যাচ্ছে যে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের শুরুতেই একটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে রিয়েলমি সংস্থার। আর তারই প্রস্তুতি চলছে।

Realme: নতুন প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে রিয়েলমি, লঞ্চ হতে পারে আগামী বছরের শুরুতেই
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 10:01 AM
Share

নতুন স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে চিনের সংস্থা রিয়েলমি। সম্প্রতি রিয়েলমি জিটি নিও ২টি এবং রিয়েলমি কিউ৩এস, এই দুই ফোন লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা। চিনেই লঞ্চ হয়েছে এই দুই ফোন। এবার শোনা যাচ্ছে যে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের শুরুতেই একটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে রিয়েলমি সংস্থার। আর তারই প্রস্তুতি চলছে। রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট Xu Qi সম্প্রতি China Mobile Global Partners Conference- এ বলেছেন, এবার হাই-এন্ড স্মার্টফোনের বাজারে পা রাখতে চলেছে তাদের সংস্থা। নতুন যে প্রিমিয়াম স্মার্টফোন রিয়েলমি আগামী বছরের শুরুতে লঞ্চের পরিকল্পনা করছে তার দামের আভাসও দিয়েছেন Xu Qi। তাঁর কথায় নতুন ফোনের দাম হতে পারে CNY ৫০০০, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮,২০০ টাকা।

ITHome- এর একটি প্রতিবেদন অনুসারে Xu Qi রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চের খবর নিশ্চিত করেছেন। যদিও তিনি একথা বলেছেন যে ২০২২ সালে হাই-এন্ড স্মার্টফোনের দুনিয়ায় অভিষেক হতে চলেছে রিয়েলমি সংস্থার। কিন্তু কোনও ফোনের নাম বা রিয়েলমি সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। তবে Xu Qi নাকি বলেছেন যে, আগামী বছর একাধিক হাই-এন্ড স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে রিয়েলমি সংস্থার। তার মধ্যে একটি প্রিমিয়াম ফোন থাকারও সম্ভাবনা রয়েছে। তবে রিয়েলমি সংস্থার তরফে এই নতুন প্রিমিয়াম ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি।

অন্যদিকে, গত ১৯ অক্টোবর চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ২টি এবং রিয়েলমি কিউ৩এস ফোন।

রিয়েলমি জিটি নিও ২টি ফোনের বিভিন্ন ফিচার

  • অ্যানড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি UI 2.0- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz।
  • রিয়েলমির এই স্মার্টফোনে রয়েছে একটি MediaTek Dimensity ১২০০ প্রসেসর।
  • এই প্রসেসরের সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
  • রিয়েলমি জিটি নিও ২টি ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা। অর্থাৎ ফোনের পিছনের অংশে ক্যামেরা মডিউলে  রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর। তার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং একটি ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স রয়েছে।
  • এছাড়াও রিয়েলমির এই ফোনে রয়েছে ৪৫০০mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই স্মার্টফোনে রয়েছে এনএফসি, জিপিএস, ওয়াই-ফাই ৬ এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক।

রিয়েলমি কিউ৩এস ফোনের বিভিন্ন ফিচার

  • রিয়েলমি জিটি নিও ২টির- র মতোই এই ফোনও পরিচালিত হবে অ্যানডড়য়েড ১১ ভিত্তিক রিয়েলমি UI ২.০- র সাহায়ে।
  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz।
  • রিয়েলমি কিউ৩এস ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৭৭৮G প্রসেসর।
  • এই প্রসেসরের সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
  • রিয়েলমির এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি ৪ সেন্টিমিটার ম্যাক্রো সেনসর এবং একটি পোর্ট্রেট লেন্স।
  • এই ফোনে রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • ৫জি কানেক্টিভিটি রয়েছে রিয়েলমি কিউ৩এস ফোনের।

আরও পড়ুন- Love It or Return It: ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে ফোন! ফ্লিপকার্টে চালু ‘রিটার্ন প্রোগ্রাম’