যেটা ইচ্ছা সেটা কিনুন, বর্ষশেষে Realme-র স্মার্টফোন সেলে প্রচুর টাকা ছাড়
Realme Xmas Narzo Sale: Realme-এর সর্বশেষ স্মার্টফোনের সিরিজে এই সেল দেওয়া হচ্ছে, যার নাম Xmas Narzo Sale। এই সেল 26 ডিসেম্বর পর্যন্ত চলবে। Realme India-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই সেল শুরু হয়েছে। এই সেলের একটি ব্যানার অ্যামাজন শপিং অ্যাপেও দেখা যাচ্ছে। Amazon India-তে তালিকাভুক্ত তথ্য অনুযায়ী, Realme Narzo সিরিজে 3000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।
বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি। আর তাই Realme একটি বিরাট সেল এনে হাজির করেছে। Realme-এর সর্বশেষ স্মার্টফোনের সিরিজে এই সেল দেওয়া হচ্ছে, যার নাম Xmas Narzo Sale। এই সেল 26 ডিসেম্বর পর্যন্ত চলবে। Realme India-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই সেল শুরু হয়েছে। এই সেলের একটি ব্যানার অ্যামাজন শপিং অ্যাপেও দেখা যাচ্ছে। Amazon India-তে তালিকাভুক্ত তথ্য অনুযায়ী, Realme Narzo সিরিজে 3000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।
সেলে কোন কোন ফোন রয়েছে?
Realme Narzo 60X 5G ভারতে 6 সেপ্টেম্বর 2023-এ লঞ্চ করা হয়েছে। এটি একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এবং এতে অনেক ফিচার রয়েছে। এই ফোনটিতে একটি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 6.72-ইঞ্চি টাচ স্ক্রিন রয়েছে। এই হ্যান্ডসেটের দাম 12999 টাকা। তবে সেলের সময় এটি 11,499 টাকায় পাওয়া যাচ্ছে, যার মধ্যে 4GB, 128GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে।
Realme Narzo N53-এ অফার পাওয়া যাচ্ছে:
Realme Narzo N53 চলতি বছরেই লঞ্চ করা হয়েছে এবং এটি তার সেগমেন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোন। এই হ্যান্ডসেটে 33W ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে। এতে রয়েছে 5000mAh ব্যাটারি। এতে 50MP AI ক্যামেরা রয়েছে। এর দাম 8999 টাকা এবং এই সেলে 7999 টাকায় কিনতে পারবেন, যার মধ্যে সমস্ত কুপন অফার রয়েছে।
Realme Narzo N55-এ 3000 টাকা বাঁচবে…
Realme Narzo N55 3000 টাকা ছাড় পাচ্ছে। এই ফোনে অনেক ভাল ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। 6GB Ram এবং 128GB ইন্টারনাল স্টোরেজের দাম 12999 টাকা। কিন্তু এই সেল চলাকালীন এটি 9,999 টাকায় কেনা যাবে।
সস্তায় Realme Narzo 60 Pro 5G-ও কিনতে পারবেন:
Realme Narzo 60 Pro 5G একটি প্রিমিয়াম গ্রেড স্মার্টফোন, যার একটি কার্ভড ডিসপ্লে এবং 100MP ক্যামেরা রয়েছে। সেল চলাকালীন, এতে 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে, তারপরে এর দাম 20,999 টাকা। এর আসল দাম 23999 টাকা। এই দামে 8GB Ram ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন।