Redmi 10: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০, গ্লোবাল ভ্যারিয়েন্টের তুলনায় একেবারেই আলাদা এই ফোন

Redmi 10: আগামী ২৪ মার্চ দুপুর ১২টা থেকে এই ফোনের (Redmi 10) বিক্রি শুরু হবে। ক্যারিবিয়ান গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং প্যাসিফিক ব্লু- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০ ফোন।

Redmi 10: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০, গ্লোবাল ভ্যারিয়েন্টের তুলনায় একেবারেই আলাদা এই ফোন
ভারতে রেডমি ১০ ফোনের দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 2:23 PM

ভারতে লঞ্চ হয়েছে শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির (Redmi) নতুন ফোন রেডমি ১০ (Redmi 10)। এই ফোন রেডমি ৯ ফোনের সাকসেসর মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে রেডমি ১০ ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। তবে রেডমি ১০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ফোনের থেকে একদম আলাদা। জানা গিয়েছে, রেডমি ১০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলে নচ ডিজাইন সমেত ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। বিশেষজ্ঞদের মতে, রিয়েলমি সি৩৫, মোটোরোলা মোটো ই৪০, টেকনো স্পার্ক ৮ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে রেডমি ১০ ফোন।

ভারতে রেডমি ১০ ফোনের দাম এবং উপলব্ধতা

ভারতে রেডমি ১০ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com এবং Mi Home ও নির্দিষ্ট কিছু অফলাইন রিটেল স্টোর থেকে রেডমি ১০ ফোন কেনা যাবে। আগামী ২৪ মার্চ দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ক্যারিবিয়ান গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং প্যাসিফিক ব্লু- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০ ফোন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ইএমআইতে ক্রেতারা এই ফোন কিনতে চাইলে এক হাজার টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন।

রেডমি ১০ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যানড্রয়েড ১১ এবং MIUI 13- র সাহায্যে পরিচালিত হবে রেডমি ১০ ফোন।
  • রেডমি ১০ ফোনে একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে একটি কর্নিং গোরিলা গ্লাস ৩ প্যানেল।
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি LPDDR4X র‍্যাম। ফোনের ইন-বিল্ট স্টোরেজ ব্যবহার করে আরও ২ জিবি র‍্যাম বাড়ানো সম্ভব।
  • রেডমি ১০ ফোনের ডিয়াল রেয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর রয়েছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনে রয়েছে ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/এ-জিপিএস, টাইপ- সি ইউএসবি, একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • রেডমি ১০ ফোনে রয়েছে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Smartphones Under Rs 10,000: ১০ হাজারের কম দামে একগুচ্ছ স্মার্টফোনের হদিশ রইল আপনার জন্য