ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রেডমি ১০ সিরিজ। সম্প্রতি রেডমি ইন্ডিয়ার টুইটারে একটি টিজার দেখে তেমনটাই আনুমান করা হচ্ছে। সেই সঙ্গে নতুন সিরিজের নাম দেখে এটাও মনে করা হচ্ছে যে, রেডমি ৯ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হবে রেডমি ১০ সিরিজ। যদিও রেডমি ইন্ডিয়ার টুইটে সরাসরি বলা হয়নি যে রেডমি ১০ সিরিজ লঞ্চ হবে। তবে বিশেষজ্ঞদের অনুমান, হয়তো আগামী মাসে অর্থাৎ জুলাইতে নতুন ফোনের সিরিজের কথা ঘোষণা করবেন শাওমি কর্তৃপক্ষ।
রেডমি ইন্ডিয়ার টুইটারে একটি ১২ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ শেয়ার করে ‘রেডমি রেভোলিউশন’- এর কথা বলা হয়েছে। সেই সঙ্গে ব্যবহার হয়েছে #10on10। এর থেকেই অনুমান করা হয়েছে যে, সম্ভবত রেডমি ১০ সিরিজ লঞ্চের প্রসঙ্গেই এই টুইট করেছে রেডমি ইন্ডিয়া। ওই টুইটে আরও বলা হয়েছে, ‘হিটিং ইওর স্ক্রিনস সুন’। অর্থাৎ ভারতে যে রেডমি ১০ সিরিজ তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, সেই আভাসও দেওয়া হয়েছে। অন্যদিকে আরও ভাবা হচ্ছে যে ইংরেজিতে ‘রেভোলিউশন’ শব্দে ১০টি অক্ষর রয়েছে। হয়তো সেই জন্যই রেডমি ১০ সিরিজের ক্ষেত্রে এই শব্দের ব্যবহার হয়েছে। তবে আপাতত রেডমি ইন্ডিয়া এই টুইট ছাড়া আরও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
রেডমি ইন্ডিয়ার টুইট
Brace yourselves for the #RedmiRevolution! ?
Hitting your screens soon! ☄️
Watch this space for more #10on10 action. ? pic.twitter.com/uFY6ri5SU2
— Redmi India – #RedmiNote10 Series (@RedmiIndia) June 28, 2021
রেডমি ১০ সিরিজে ক’টা ফোনের মডেল লঞ্চ হতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে রেডমি ৯ সিরিজের সাকসেসর হিসেবে ধরে নেওয়া হয়েছে এই নতুন সিরিজকে। এই রেডমি ৯ সিরিজে মোট পাঁচটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। রেডমি ৯, রেডমি ৮ প্রাইম, রেডমি ৯এ, রেডমি ৯আই এবং রেডমি ৯ পাওয়ার, এই পাঁচটি মডেল লঞ্চ হয়েছিল রেডমি ৯ সিরিজে। অনুমান করা হচ্ছে, হয়তো রেডমি ১০ সিরিজেও এতগুলো মডেলই লঞ্চ হবে। সেই সঙ্গে এও মনে করা হচ্ছে যে, রেডমি ৯ সিরিজের মতোই বাজেট ফ্রেন্ডলি হবে রেডমি ১০ সিরিজ।
আরও পড়ুন- Mi 11 Lite: আর কিছুক্ষণেই শুরু হচ্ছে এই ফোনের সেল, কোথায়-কীভাবে কিনতে পারবেন?