AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mi 11 Lite: আর কিছুক্ষণেই শুরু হচ্ছে এই ফোনের সেল, কোথায়-কীভাবে কিনতে পারবেন?

এমআই ১১ লাইট ফোন ছাড়াও আজই সেল শুরু হচ্ছে এমআই টিভি ওয়েবক্যামের। এমআই- এর এই ডিভাইসের দাম ১৯৯৯ টাকা।

Mi 11 Lite: আর কিছুক্ষণেই শুরু হচ্ছে এই ফোনের সেল, কোথায়-কীভাবে কিনতে পারবেন?
এমআই ১১ লাইট ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 11:41 AM
Share

এমআই ১১ লাইট ফোনের সেল শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। এমআই- এর তরফে জানানো হয়েছে ২৮ জুন, সোমবার দুপুর ১২টা থেকে এই ফোনের সেল শুরু হবে। গত সপ্তাহে ভারতে এই ফোন লঞ্চ করেছেন শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। এমআই ১১ লাইট আসলে এমআই ১১ সিরিজের অন্তর্গত। এমআই ১১ লাইট মডেলকে চলতি বছরের স্লিমেস্ট এবং লাইটেস্ট ফোন বলে দাবি করেছে শাওমি। এই ফোন ৭ মিলিমিটারের আশপাশে পুরু। আর ফোনের ওজন ১৬০ গ্রাম। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের ডিসপ্লেতে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। সেখানেই রয়েছে সেলফি ক্যামেরা।

ভারতে এমআই ১১ লাইটের দাম এবং সেল অফার

  • এমআই ১১ লাইট ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা।
  • ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে এই ফোনের দাম ২৩,৯৯৯ টাকা।

Jazz Blue, Tuscany Coral, Vinyl Black— এই তিনটি রঙে ভারতে পাওয়া যাবে এমআই ১১ লাইট ফোন। ফ্লিপকার্ট, এমআই হোম স্টোর এবং এমআই- এর অফশিয়াল ওয়েবসাইট Mi.com- এর মাধ্যমে ফোন কেনা যাবে আজ দুপুর ১২টার পর থেকে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনলে কিংবা EasyEMI অপশন ব্যবহার করলে ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন।

এমআই ১১ লাইট ফোন ছাড়াও আজই সেল শুরু হচ্ছে এমআই টিভি ওয়েবক্যামের। এমআই- এর এই ডিভাইসের দাম ১৯৯৯ টাকা। Mi.com, এমআই হোম এবং এমআই স্টুডিয়ো স্টোর থেকে এই ওয়েবক্যামেরা কেনা যাবে। গত মাসে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস টিভি ক্যামেরা। এমআই- এর নতুন টিভি ওয়েবক্যাম অনেকটা সেই ডিভাইসের মতো। ওয়ানপ্লাসের টিভি ক্যামেরার দাম ছিল ২৪৯৯ টাকা। গত মাসে লঞ্চ হওয়া ওই ডিভাসের তুলনায় এমআই টিভি ওয়েবক্যামের দাম কম।

আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাডস, লঞ্চ হতে পারে হেয়ার ড্রায়ার এবং ট্রিমারও

এমআই- এর এই ওয়েবক্যামের সাহায্যে টিভির মাধ্যমেই ভিডিয়ো কল করা সম্ভব। কেবল এমআই টিভি বা রেডমি টিভি নয়, অন্যান্য অ্যানড্রয়েড স্মার্ট টিভিতেও এই ওয়েবক্যাম ব্যবহার করা যাবে। পাশাপাশি উইন্ডোজ এবং ম্যাক ওএস কম্পিউটারেও ব্যবহার করা যাবে নতুন এমআই টিভি ওয়েবক্যাম।

আরও পড়ুন- iPhone 14: ২০২২ সালের দ্বিতীয়ভাগে লঞ্চের সম্ভাবনা, থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের