ভারতে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাডস, লঞ্চ হতে পারে হেয়ার ড্রায়ার এবং ট্রিমারও

পয়লা জুলাই রিয়েলমির একটি লঞ্চ ইভেন্ট রয়েছে। রিয়েলমি ডিজোর আওতায় আয়োজিত হচ্ছে এই লঞ্চ ইভেন্ট। সেখানেই নতুন ইয়ারবাডস, ট্রিমার এবং হেয়ার ড্রায়ার লঞ্চের সম্ভাবনা রয়েছে।

ভারতে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাডস, লঞ্চ হতে পারে হেয়ার ড্রায়ার এবং ট্রিমারও
পয়লা জুলাই ভারতে লঞ্চ হবে এই ইয়ারবাডস।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 9:00 AM

সদ্যই ভারতে একগুচ্ছ নতুন ডিভাইস লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা। জানা গিয়েছে, আগামী পয়লা জুলাই ফের একটি ইভেন্টের আয়োজন করছে তারা। সেখানে নতুন একটি ইয়ারবাডস লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, জুলাই মাসের ১ তারিখ অর্থাৎ প্রথম দিনই Realme Buds 2 Neo লঞ্চ করতে পারে রিয়েলমি সংস্থা।

এই ইয়ারবাডস ছাড়া আরও বেশ কয়েকটি গ্যাজেট লঞ্চের পরিকল্পনা রয়েছে রিয়েলমির। আর এই সব ডিভাইসই লঞ্চ হবে রিয়েলমি ডিজো- র আওতায়। এই রিয়েলমি ডিজো হল সংস্থার ‘টেকলাইফ ইকোসিস্টেম’- এর প্রথম ব্র্যান্ড। অর্থাৎ Realme Dizo হল Realme TechLife Ecosystem অন্তর্ভুক্ত প্রথম ব্র্যান্ড।

দুটো নতুন ডিভাইস লঞ্চ হতে পারে রিয়েলমি ডিজো- র পয়লা জুলাইয়ের ইভেন্টে

  • Realme beard trimmer অর্থাৎ দাড়ি কাটার ট্রিমার লঞ্চ করতে পারে রিয়েলমি
  • এর সঙ্গে লঞ্চ হতে পারে রিয়েলমি হেয়ার ড্রায়ার

আগামী ১ জুলাই, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ডিজো পরিচালিত রিয়েলমি লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টে যেসমস্ত প্রোডাক্ট লঞ্চ হবে, সেগুলি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

Realme Buds 2 Neo

কয়েকদিন আগেই রিয়েলমি বাডস কিউ২ লঞ্চ করেছিল সংস্থা। এবার ফের একটি নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে রিয়েলমি। নতুন ইয়ারবাডস মডেলের নাম রিয়েলমি বাডস ২ নিও। এর আগে ২০১৯ সালে বাডস ২ লঞ্চ করেছিল রিয়েলমি। অনুমান করা হচ্ছে, আগের তুলনায় নতুন ইয়ারবাডের দাম কম হতে পারে। ভারতে রিয়েলমি বাডস ২- এর দাম ছিল ৫৯৯ টাকা। অনুমান, রিয়েলমি বাডস ২ নিও- র দাম এর থেকে কম হবে। কালো এবং নীল এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমির নতুন ইয়ারবাডস। এই ডিভাইসে থাকবে একটি gear-shaped ডিজাইন।

Realme Buds 2 Neo- র সম্ভাব্য ফিচার

১। এই ইয়ারবাডসে থাকতে পারে ১১.২ মিলিমিটার ড্রাইভারস। এছাড়াও এই ইয়ারবাডসে থাকবে deep bass ফিচার।

২। এই wired earphone- এ একটি ৯০ অ্যাঙ্গেল হেডফোন জ্যাক থাকবে, যার ফলে গেম খেলার সময় কোনও অসুবিধা হবে না।

৩। রিয়েলমি বাডস ২ নিও- তে থাকবে একটি বাটন। আসলে এটি একটি ইন-লাইন রিমোট কন্ট্রোল। মাইক্রোফোনের সঙ্গেই লাগানো থাকবে এই বাটন। রিয়েলমি বাডস ২ নিও ডিভাইসে আওয়াজ বাড়ানো-কমানোর জন্য কোন বিশেষ ভলিউম বাটন নজরে আসেনি।

অন্যান্য ডিভাইস

  • Realme Beard Trimmer series- এক্ষেত্রে দু’টি মডেল লঞ্চ হতে পারে। তার মধ্যে একটি ‘প্লাস’ ভ্যারিয়েন্ট। ২০টি লেংথ সেটিংস থাকবে এই ট্রিমারে। সেই সঙ্গে জানা গিয়েছে, রিয়েলমির ট্রিমারের ব্যাটারি ৮০০mAh। সিঙ্গল চার্জে ২ ঘণ্টা পরিষেবা দেবে এই ট্রিমার। বেশ কয়েকটি অত্যাধুনিক ফিচার রয়েছে এই ট্রিমারে। যেমন- self-sharpening steel blade, travel lock, low noise operation— এইসব ফিচার রয়েছে।
  • রিয়েলমি হেয়ার ড্রায়ারের ভিতরে রয়েছে ১৯ হাজার rpm হাই-স্পিড ফ্যান। মাত্র ৫ মিনিটেই চুল শুকানোর ক্ষমতা রাখে এই হেয়ার ড্রায়ার, তেমনটাই দাবি করেছে রিয়েলমি। এক্ষেত্রেও temperature control, adjustable speed and heat এবং আরও অনেক আধুনিক ফিচার রয়েছে।

আরও পড়ুন- WhatsApp Pay: আরও বেশি সংখ্যক ভারতীয় ইউজারের জন্য চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচার