Redmi 10C Launched: এসে গেল সস্তার টেকসই ফোন রেডমি ১০সি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 14, 2022 | 12:23 PM

Latest Budget Smartphone: কম দামে লঞ্চ হল রেডমি ১০সি। এই ফোনের দাম-সহ সমগ্র ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।

Redmi 10C Launched: এসে গেল সস্তার টেকসই ফোন রেডমি ১০সি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর
রেডমি ১০সি।

Follow Us

সস্তায় টেকসই স্মার্টফোন মানেই রেডমি! আর সেই কথাটা আরও একবার গ্রাহকদের মনে করিয়ে দিতে নতুন একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) নিয়ে হাজির হল চিনা এই স্মার্টফোন মেকার, নাম রেডমি ১০সি (Redmi 10C)। ১৪,৩০০ টাকা (Smartphone Under Rs 15,000) দামের এই হ্যান্ডসেটে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তিনটি ভিন্ন কালার মডেলের এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৬.৭১ ইঞ্চির বড় ডিসপ্লে। বায়োমেট্রিক সুরক্ষার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। রয়েছে এলইডি ফ্ল্যাশও। রেডমি ৯সি ফোনের সাকসেসর মডেল রেডমি ১০সি সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

দাম ও উপলব্ধতা

শাওমির নাইজিরিয়া ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ফোনের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রেডমি ১০সি ফোনটি আপাতত কেবল মাত্র নাইজিরিয়ার মার্কেটের জন্যই উপলব্ধ হতে চলেছে। যদিও নাইজিরিয়ায় শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি এখনও পর্যন্ত তালিকভুক্ত করা হয়নি। আর সেই কারণেই রেডমি ১০সি ফোনের সম্পূর্ণ ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কেও জানা যায়নি।

নাইজিরিয়ার মার্কেটে রেডমি ১০সি ফোনটি দুটি ভিন্ন স্টোরেজ মডেলে অফার করা হচ্ছে। তাদের মধ্যে ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের এই ফোনের দাম এনজিএন ৭৮,০০০ বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৩০০ টাকা। অন্য দিকে ফোনটির ৪জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম নাইজিরিয়ার মার্কেট অনুসারে এনজিএন ৮৭,০০০ বা ১৬,০০০ টাকা প্রায়। কালো, নীল এবং সবুজ এই তিন কালার মডেলে পাওয়া যাবে রেডমি ১০সি ফোনটি।

স্পেসিফিকেশনস ও ফিচার্স

১) রেডমি ১০সি ফোনে রয়েছে একটি ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে। সেলফি ক্যামেরার জন্য এই ডিসপ্লেতেই রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ।

২) পারফর্ম্যান্সের জন্য এই রেডমি স্মার্টফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে ৪জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

৩) একটি স্কোয়্যার শেপড ক্যামেরা মডিউল রয়েছে এই ফোনে। আর সেই ক্যামেরা মডিউলেই থাকছে রিয়ার ক্যামেরা সেন্সরগুলি ও তার সঙ্গে একটি ফিঙ্গারপ্রিন্টচ সেন্সর।

৪) প্রাইমারি ক্যামেরা হিসেবে রেডমি ১০সি ফোনে দেওয়া হয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

৫) অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

৬) সফ্টওয়্যারের দিক থেকে এই রেডমি ১০সি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।

৭) ভারতে রেডমি ১০সি ফোনটি লঞ্চ হতে পারে রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে। অর্থাৎ ফোনটির নাম ভারতের ক্ষেত্রে অন্য হতে পারে।

আরও পড়ুন: বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন

আরও পড়ুন: মধ্যবিত্তের সেরা পছন্দ শাওমি সম্পর্কে এই ৬ তথ্য জানলে অবাক হবেন!

আরও পড়ুন: ফ্লিপকার্ট এবং অ্যামাজনে একগুচ্ছ স্মার্টফোন আকর্ষণীয় অফার, কোন কোন ফোন কিনলে লাভবান হবেন আপনি?

Next Article