Redmi Note 11 Series: এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোনের দামের বিস্তারিত বিবরণ জেনে নিন
চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রয়েছে মোট তিনটি ফোন। এর মধ্যে থেকে দু'টি প্রো মডেল ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নতুন নামে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
রেডমি নোট ১১ সিরিজের তিনটি ফোন রেডমি নোট ১১ ৫জি, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস— এই তিনটি ফোন লঞ্চ হয়েছে চিনে। গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ সিরিজ। বর্তমানে শোনা যাচ্ছে রেডমি নোট ১১ সিরিজের দুটো ফোন, যথাক্রমে- রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নতুন নামে এই দুই ফোন লঞ্চ হতে পারে ভারতে। শোনা গিয়েছে রেডমি নোট ১১ প্রো ফোনের নাম হতে পারে শাওমি ১১আই। আর রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের নাম হতে পারে শাওমি ১১আই হাইপার চার্জার।
রেডমি নোট ১১ সিরিজের তিনটি ফোনের দাম চিনে কত, একনজরে দেখে নেওয়া যাক-
- রেডমি নোট ১১ ৫জি অর্থাৎ এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট, ভ্যানিলা মডেলের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১১৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা।
- এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ১২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৪০০ টাকা।
- এছাড়া ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় ১৮,৭০০ টাকা।
- সবশেষে রেডমি নোট ১১ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৬৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২১,১০০ টাকা।
Black Realm, Shallow Dream Galaxy, Slight Mint— এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ সিরিজের ভ্যানিলা ভ্যারিয়েন্ট।
- রেডমি নোট প্রো ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ১৫৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৭০০ টাকা।
- এই ফোনেরই
- ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৮৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৩০০ টাকা।
- আর
- ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY ২০৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৪,৫০০ টাকা।
Misty Forest, Mysterious Black, Shallow Dream Galaxy, Time Quite Purple hues- এই চারটি রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ফোন।
- রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ১৮৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২২,২০০ টাকা।
- এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২০৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৪,৫০০ টাকা।
- এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY ২২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,৯০০ টাকা।
আরও পড়ুন- Realme Q3T: দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার এবং দাম