Redmi Note 11 Pro Series: দুটি দুরন্ত ফোন নিয়ে ৯ মার্চ ভারতে আসছে রেডমি নোট ১১ প্রো সিরিজ়, কেমন ফিচার্স থাকতে পারে, দেখে নিন

Redmi Note 11 Pro And Redmi Note 11 Pro Plus: রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ভারতে আসছে ৯ মার্চ। কেমন ফিচার্স থাকতে পারে এই দুই ফোনে, দেখে নিন।

Redmi Note 11 Pro Series: দুটি দুরন্ত ফোন নিয়ে ৯ মার্চ ভারতে আসছে রেডমি নোট ১১ প্রো সিরিজ়, কেমন ফিচার্স থাকতে পারে, দেখে নিন
রেডমি নোট ১১ প্রো
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 8:51 PM

ভারতে রেডমি নোট ১১ সিরিজ় লঞ্চ হয়েছে বেশ কয়েক মাস আগে। লঞ্চ হয়ে গিয়েছিল রেডমি নোট ১১এস ফোনটিও। আর তার পর থেকেই এই সিরিজ়ের প্রো মডেলগুলি অর্থাৎ রেডমি নোট ১১ প্রো সিরিজ় (Redmi Note 11 Pro Series) কবে লঞ্চ হবে, তার জল্পনা শুরু হয়ে গিয়েছিল। আর দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ ভারতে রেডমি নোট ১১ প্রো সিরিজ় লঞ্চের দিনক্ষণের ঘোষণা করল শাওমি। শাওমির তরফ থেকে জানানো হয়েছে, ৯ মার্চ ঠিক দুপুর ১২টায় ভারতে রেডমি নোট ১১ প্রো সিরিজ় লঞ্চ হবে। ভারতে ইতিমধ্যেই যে রেডমি ১১ সিরিজ় লঞ্চ করা হয়েছে, তাতে তিনটি ফোন রয়েছে – রেডমি নোট ১১, রেডমি নোট ১১টি এবং রেডমি নোট ১১ এস। আর এবার যে রেডমি নোট ১১ প্রো সিরিজ় লঞ্চ হবে, তাতে থাকছে দুটি ফোন – রেডমি নোট ১১ প্রো (Redmi Note 11 Pro) এবং রেডমি নোট ১১ প্রো প্লাস (Redmi Note 11 Pro+)

চিনের মার্কেটে এই রেডমি নোট ১১ প্রো সিরিজ় গত বছরেই লঞ্চ হয়ে গিয়েছিল। এমনকি বিশ্বের অন্যান্য দেশেও রেডমি নোট ১১ প্রো ফোনের একটি ৪জি এবং একটি ৫জি ভ্যারিয়েন্টও হাজির হয়েছে। এর মধ্যেই আবার ভারতে আসন্ন রেডমি নোট ১১ প্রো সিরিজ়ের একটি টিজ়ারও প্রকাশ করেছে শাওমি। সেই টিজ়ার থেকে জানা গিয়েছে, এই সিরিজ়ের ফোনগুলির কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স। সেই তালিকায় রয়েছে, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫জি কানেক্টিভিটি এবং ১২০ হার্ৎজ় রিফ্রেশ রেটের ডিসপ্লে। রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ফোন দুটির সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নেওয়া যাক।

রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো প্লাস সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশনস

রেডমি নোট ১১ প্রো সিরিজ়ে থাকছে একটি ৬.৬৭ ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ় এবং টাচ স্যাম্পলিং রেট ৩২০ হার্ৎজ়। প্রো এবং প্রো প্লাস দুটি ফোনেই এই একই ডিসপ্লে থাকছে বলে জানা গিয়েছে। এই সিরিজের চিনা ভ্যারিয়েন্টগুলিতে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, আবার গ্লোবাল ভ্যারিয়েন্টে অর্থাৎ রেজমি নোট ১১ প্রো ৫জি মডেলে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। প্রসঙ্গত, এই একই প্রসেসর আবার খুব সম্প্রতি লঞ্চ হওয়া ভিভো টিওয়ান ৫জি স্মার্টফোনেও দেওয়া হয়েছে।

আবার রেডমি নোট ১১ প্রো ৪জি ভ্যারিয়েন্টে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। গত বছর ভারতে যে রেডমি নোট ১১এস ফোনটি লঞ্চ করা হয়েছিল, তাতে এই একই প্রসেসর দেওয়া হয়েছিল।

রেডমি নোট ১১ প্রো সিরিজ়ে থাকছে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হচ্ছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। তবে চিনে যে রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো ম্যাক্স লঞ্চ করা হয়েছিল, তাতে একটু ভিন্ন ক্যামেরা সেটআপ ছিল। এখন এই ভারতে রেডমি নোট ১১ প্রো ও প্রো প্লাস মডেলে কী ক্যামেরা সেটআপ থাকে, সেটাই এখন দেখার। ফোন দুটিতে ৫০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: মাত্র ১০,৪৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এ০৩ লঞ্চ হল ভারতে, ফিচার্স ও স্পেসিফিকেশনস দেখে নিন

আরও পড়ুন: ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো ফোনের নতুন ভার্সন লঞ্চ হল, রয়েছে ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, দাম ও ফিচার্স জেনে নিন

আরও পড়ুন: এই প্রথম ট্যাবলেট লঞ্চ করল ওপ্পো, বড় ডিসপ্লে, বীভৎস ব্যাটারি, দাম ও ফিচার্স জেনে নিন

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...