Oppo Pad: এই প্রথম ট্যাবলেট লঞ্চ করল ওপ্পো, বড় ডিসপ্লে, বীভৎস ব্যাটারি, দাম ও ফিচার্স জেনে নিন
First Tablet Of Oppo: এই প্রথম ট্যাবলেট লঞ্চ করল ওপ্পো। সেই ওপ্পো প্যাডে একটি বীভৎস ৮,৩৬০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ট্যাবলেটটির দাম ও সম্পূর্ণ ফিচার্স দেখে নিন।
ওপ্পো তার প্রথম ট্যাবলেট (Oppo First Tablet) নিয়ে এল, যার নাম ওপ্পো প্যাড (Oppo Pad)। বহু প্রতিক্ষিত এই ট্যাবলেটে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর (Snapdragon 870), বেশ বড় একটি ৮,৩৬০ এমএএইচ ব্যাটারি যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং একটি ১২০ হার্ৎজ় রিফ্রেশ রেটের ডিসপ্লে। একথা মানতেই হয় যে, এই ওপ্পো প্যাড আইপ্যাডের প্রতিযোগী হতে চলেছে এবং হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের দিক থেকে এই ডিভাইসে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার্স। ওপ্পো প্যাডের দাম, ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
ওপ্পো প্যাড দাম ও উপলব্ধতা
ওপ্পো প্যাড ট্যাবলেটটি আপাতত লঞ্চ করা হয়েছে চিনের মার্কেটের জন্য। সে দেশে এই ট্যাবলেটের মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্যে ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম সিএনওয়াই ২,২৯৯ বা ২৭,৪০০ টাকা, ৬জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম সিএনওয়াই ২,৬৯৯ বা ৩২,২০০ টাকা এবং ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম সিএনওয়াই ২,৯৯৯ বা ৩৫,৮০০ টাকা। এই ওপ্পো প্যাডের একটি বিশেষ জেমস জিন আর্টিস্ট লিমিটেড এডিশনও নিয়ে এসেছে ওপ্পো, যাতে কাস্টম স্টাইলাস ও ফাইন লেদার কেস রয়েছে। সেই বিশেষ এডিশনের ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ অপশনের দাম সিএনওয়াই ৩,৪৯৯ বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১,৮০০ টাকা।
ওপ্পো পেনসিল ও ওপ্পো ম্যাগনেটিক কিবোর্ড
ট্যাবলেট ছাড়াও একটি পেনসিল ও একটি ম্যাগনেটিক কিবোর্ড নিয়ে এসেছে ওপ্পো। তাদের মধ্যে ওপ্পো পেনসিলের দাম সিএনওয়াই ৪৯৯ বা ৫,৯৬০ টাকা প্রায়। আবার ওপ্পো স্মার্ট ম্যাগনেটিক কিবোর্ডের দাম সিএনওয়াই ৩৯৯ বা ৪,৭৭০ টাকা প্রায়।
ওপ্পো প্যাড ফিচার্স ও স্পেসিফিকেশনস
ওপ্পোর প্রথম ট্যাবলেট ওপ্পো প্যাডে একটি ১১ ইঞ্চির WQXGA স্ক্রিন দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেচ ১২০ হার্ৎজ়, পিক্সেল রেজ়োলিউশন ২৫৬০x১৬০০ পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও ১৬:১০ এবং ব্রাইটনেস ৪৮০ নিটস। এই ডিসপ্লে আবার ২০৪৮ লেভেল ইন্টেলিজেন্ট ব্যাকলাইট এবং টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন দিতে পারে। সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১২ দ্বারা চালিত হবে এই ট্যাবলেট। পারফর্ম্যান্সের জন্য এই ট্যাবলেটে একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে।
অপ্টিক্সের দিক থেকে ওপ্পো প্যাড ট্যাবলেটে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী এবং বেশ বড় একটি ৮,৩৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এই ওপ্পো প্যাড ট্যাবলেটে, যা ৩৩ ওয়াট সুপারভিওওসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ইউএসবি টাইপ-সি অডিও, কোয়াড স্পিকার্স এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে এই ট্যাবলেট। এই ডিভাইসের আয়তন প্রায় ২৫৩ মিমি এবং ওজন ৫০৭ গ্রাম।
আরও পড়ুন: বোট ব্লেজ় স্মার্টওয়াচ লঞ্চ হল ৩,৪৯৯ টাকা দামে, ১.৭৫ ইঞ্চির বড় ডিসপ্লে, ফিচার্স দেখে নিন
আরও পড়ুন: মাত্র ১০৬ টাকা খরচে ৩জিবি ডেটার নতুন প্ল্যান নিয়ে এল বিএসএনএল, ভ্যালিডিটি ৮৪ দিন