Redmi Note 11 Series: এই সিরিজে রয়েছে দু’টি ‘প্রো’ মডেলের স্মার্টফোন, দেখে নিন খুঁটিনাটি ফিচার

রেডমি নোট ১১ সিরিজে থাকবে রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস--- এই তিনটি ফোন।

Redmi Note 11 Series: এই সিরিজে রয়েছে দু'টি 'প্রো' মডেলের স্মার্টফোন, দেখে নিন খুঁটিনাটি ফিচার
২৮ অক্টোবর চিনে লঞ্চ হবে রেডমি নোট ১১ সিরিজ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 8:40 AM

আগামী ২৮ অক্টোবর চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১১ সিরিজ। ইতিমধ্যেই বেশ কিছু পোস্টার রিলিজ হয়েছে। আর সেখানে রেডমি নোট ১১ সিরিজের ফোনের ডিজাইনের খুঁটিনাটি প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১১ সিরিজে মোট তিনটি ফোন থাকতে চলেছে। জানা গিয়েছে, চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজের ভ্যানিলা ভ্যারিয়েন্ট অর্থাৎ রেডমি নোট ১১। তার সঙ্গে থাকছে রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস, এই দুই মডেল। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল রেডমি নোট ১১ সিরিজের এই তিনটি ফোন লঞ্চের কথা। এবার রেডমির জেনারেল ম্যানেজার লু উইবিং নিশ্চিতভাবে জানিয়েছেন যে, রেডমি নোট ১১ সিরিজে প্রো মডেল অর্থাৎ রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস লঞ্চ হবে।

চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- র মাধ্যমে এই বার্তা দিয়েছেন রেডমি সংস্থার ওই অধিকর্তা। বলা হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে রেডমি নোট ১১ প্রো। অন্যদিকে, ‘প্রো প্লাস’ মডেল লঞ্চের কথাও বলা হয়েছে। স্পষ্টভাবে এবং নিশ্চিতরূপেই জানানো হয়েছে যে রেডমি নোট ১১ সিরিজে দু’টি প্রো মডেল লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস— এই দুই ফোনে থাকবে মাল্টি-ফাংশান এনএফসি, ব্লুটুথ ভি ৫.২, ওয়াই-ফাই ৬ সাপোর্ট। এছাড়াও এই দুই ফোনের ১২০W ফাস্ট চার্জিং ফিচারও লক্ষ্য করা যাবে।

অন্যদিকে, শাওমি সংস্থা সিইও লু জুন আগেই জানিয়েছিলেন যে রেডমি নোট ১১ সিরিজের ফোনে ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক থাকবে। ফোনের উপরের অংশে থাকবে এই অডিয়ো জ্যাক, যা একটি টিজার পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এখানেই শেষ নয়। অডিয়ো জ্যাকের সঙ্গে থাকবে একটি মাইক এবং একটি জেবিএলের টিউন করা স্পিকার ফ্রিল। ম্যাট গ্রে ফিনিশন এবং কালো রঙের ক্যামেরা মডিউল নিয়ে লঞ্চ হবে রেডিমি নোট ১১ সিরিজের দুই প্রো মডেল।

চিনে রেডমি নোট ১১ ফোনের দাম শুরু হয়েছিল CNY ১১৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৪০০ টাকা থেকে। অন্যদিকে, রেডমি নোট ১১ প্রো মডেলের ক্ষেত্রে দাম শুরু হয়েছিল CNY ১৫৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৭০০ টাকা থেকে। এছাড়াও রেডমি নোট ১১ প্রো প্লাস মডেলের দাম শুরু হয়েছিল CNY ২১৯৯, ভারতীয় মুদ্রায় ২৫,৭০০ টাকা থেকে। এই তিনটি ফোনে যথাক্রমে MediaTek Dimensity ৮১০, MediaTek Dimensity ৯২০ এবং MediaTek Dimensity ১২০০ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০mAh বায়টারি এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।

আরও পড়ুন- iQoo Smartphones: দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে iQoo ৮ এবং iQoo ৮ লেজেন্ড, দেখুন বিভিন্ন ফিচার