Redmi Note 11 Pro Series: ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি এবং রেডমি ওয়াচ ২ লাইট… দেখে নিন এই দুই স্মার্টফোন এবং স্মার্টওয়াচটির দাম

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 10, 2022 | 8:25 AM

Redmi Note 11 Pro Series: ভারতে একই দিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ প্রো (Redmi Note 11 Pro), রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি (Redmi Note 11 Pro Plus 5G) এবং রেডমি ওয়াচ ২ লাইট (Redmi Watch 2 Lite)।

Redmi Note 11 Pro Series: ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি এবং রেডমি ওয়াচ ২ লাইট... দেখে নিন এই দুই স্মার্টফোন এবং স্মার্টওয়াচটির দাম
রেডমি নোট ১১ প্রো সিরিজের এই দুই ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ প্রো সিরিজের (Redmi Note 11 Pro Series) দু’টি স্মার্টফোন। এগুলি হল রেডমি নোট ১১ প্রো (Redmi Note 11 Pro) এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি (Redmi Note 11 Pro Plus 5G)। এর সঙ্গেই লঞ্চ হয়েছে রেডমি ওয়াচ ২ লাইট (Redmi Watch 2 Lite), এই স্মার্টওয়াচ। জানা গিয়েছে, রেডমি নোট ১১ প্রো সিরিজের এই দুই ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রেডমি নোট ১১ প্রো ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। অন্যদিকে রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। দুটো ফোনেই রয়েছে অ্যানড্রয়েড ১১ সাপোর্ট। এছাড়াও রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচে রয়েছে জিপিএস ফিচার, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2 মনিটরিং ফিচার এবং ২৪ ঘণ্টার হার্ট রেট ট্র্যাকার। আর রয়েছে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ।

ভারতে রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি এবং রেডমি ওয়াচ ২ লাইটের দাম এবং উপলব্ধতা 

রেডমি নোট ১১ প্রো ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফ্যান্টম হোয়াইট, স্টার ব্লু এবং Stealth Black রঙে ভারতে পাওয়া যাবে রেডমি নোট ১১ প্রো ফোন। ২৩ মার্চ থেকে এই ফোন কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া, Mi.com, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য রিটেল স্টোরগুলি থেকে।

রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। Mirage Blue, Phantom White, Stealth Black— এই তিন রঙে ভারতে পাওয়া যাবে রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোন। এইচডিফেওসি ব্যাঙ্কের কার্ডে এক হাজার টাকা ছাড় দিচ্ছে রেডমি সংস্থা। অর্থাৎ এই কার্ডে কেনাকাটা করলে ফোনের দামে এক হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। অন্যদিকে থাকছে ইএমআই ট্রানজাকশনের ব্যবস্থাও। ১৫ মার্চ থেকে অ্যামাজন ইন্ডিয়া, Mi.com, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য রিটেল স্টোরগুলি থেকে এই ফোন কেনা যাবে।

রেডমি ওয়াচ ২ লাইট, এই স্মার্টওয়াচের দাম ভারতে ৪৯৯৯ টাকা। আইভরি, ব্ল্যাক এবং ব্লু— এই তিন রঙে পাওয়া যাবে রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচ। আগামী ১৫ মার্চ থেকে এই স্মার্টওয়াচও কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া, Mi.com, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য রিটেল স্টোরগুলি থেকে

আরও পড়ুন- iPhone SE (2022): ৫জি কানেক্টিভিটি, এ১৫ বায়োনিক চিপ নিয়ে অবশেষে লঞ্চ হল আইফোন এসই (২০২২), ভারতে দাম কত?

Next Article
Vivo Y01 Launched: ভিভো ওয়াই০১ লঞ্চ হয়ে গেল, রয়েছে ফেস ওয়েক ফিচার, মুখ দেখালেই ফোন আনলক!
Best Selling Smartphones: বিশ্বে যে দশটা ফোন সবথেকে বেশি বিক্রি হয় তার সাতটিই আইফোন