ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১টি ৫জি ফোন। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১ ৫জি ফোন। তারই রিব্র্যান্ডেড ভার্সান রেডমি নোট ১১টি ৫জি ফোন। এই ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেনসর সেট করার জন্য রয়েছে একটি হোল পাঞ্চ ডিজাইন। এই ফোনে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০টি ৫জি ফোন। তারই সাকসেসর মডেল রেডমি নোট ১১টি ৫জি ফোন। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, রিয়েলমি ৮এস ৫জি, iQoo জেড৩ এবং লাভা অগ্নি ৫জি ফোনের সঙ্গে জোরদার পাল্লা দেবে রেডমি নোট ১১টি ৫জি ফোন।
ভারতে রেডমি নোট ১১টি ৫জি ফোনের দাম এবং লঞ্চ অফার
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১৬,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা। অ্যাকোয়ামেরিন ব্লু, ম্যাট ব্ল্যাক এবং স্টারডাস্ট হোয়াইট— এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১টি ৫জি ফোন। আগামী ৭ ডিসেম্বর থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট এবং Mi.com, Mi Home ও নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই ফোনের দামে এক হাজার টাকা ছাড় রয়েছে। যেসব ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে বা ইএমআই ট্রানজাকশনে রেডমি নোট ১১টি ৫জি ফোন কিনবেন, তাঁরা ইনস্ট্যান্ট এক হাজার টাকা ছাড় পাবেন।
রেডমি নোট ১১টি ৫জি ফোনের স্পেসিফিকেশন
আরও পড়ুন- Oppo F21 Series: আগামী বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এফ২১ সিরিজ