চিনে আগেই লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ ফোন। এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, ভারতে এই ফোন রেডমি নোট ১১টি ৫জি হিসেবে লঞ্চ হবে। আগামী ৩০ নভেম্বর অর্থাৎ চলতি মাসের শেষদিনে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, রেডমি নোট ১১ সিরিজের অন্য় দু’টি ফোন রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাসও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও ফোনের নাম পরিবর্তন হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১১ প্রো ফোনের নাম হতে পারে শাওমি ১১আই এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের নাম হতে পারে শাওমি ১১আই হাইপার চার্জ। যদিও এই দুই ফোন ভারতে কবে লঞ্চ হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বলা হচ্ছে, চলতি বছর ভারতে যে রেডমি নোট ১০টি ৫জি ফোন লঞ্চ হয়েছিল তারই সাকসেসর হিসেবে রেডমি নোট ১১টি (চিনে লঞ্চ হওয়া) ফোনের নামকরণ হচ্ছে রেডমি নোট ১১টি ৫জি। এই ফোনের সঙ্গে রেডমি নোট ১১ ফোনের ফিচারে অনেক মিল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একনজরে দেখে নেওয়া যাক রেডমি নোট ১১ ৫জি ফোনের ফিচার এবং দাম।
রেডমি নোট ১১ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১১৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা। এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৪০০ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫০০ টাকা। শোনা যাচ্ছে, ভারতে রেডমি নোট ১১টি ৫জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। কারণ এই ফোন বাজেট ফোনের আওতায় রাখা হবে বলে মনে করা হচ্ছে। Matte Black, Stardust White এবং Aquamarine Blue— এই তিনটি রঙে ভারতে রেডমি নোট ১১টি ৫জি ফোন লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। 91Mobiles এবং টিপস্টার ঈশান আগরওয়াল এইসব তথ্য প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন- Vivo Y76 5G: ভিভো ওয়াই৭৬এস ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই৭৬ ৫জি ফোন