তিনটি দুর্দান্ত 5G ফোন দিয়ে Redmi Note 12 Series-এর আগমন ভারতে, দাম শুরু 15,499 টাকা থেকে

Redmi Note 12 Series India Price: Redmi Note 12-র দাম ভারতে মাত্র 15,499 টাকা। তার ছিক পরেই রয়েছে Redmi Note 12 Pro, যার দাম ভারতে 20,999 টাকা। এই সিরিজ়ের এক্কেবারে হাই-এন্ড মডেলটি হল Redmi Note 12 Pro+, যা দাম শুরু হচ্ছে 25,999 টাকা থেকে।

তিনটি দুর্দান্ত 5G ফোন দিয়ে Redmi Note 12 Series-এর আগমন ভারতে, দাম শুরু 15,499 টাকা থেকে
এবার ভারতেও এসে গেল রেডমি নোট ১২ সিরিজ়।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 12:32 PM

Redmi Note 12 Series In India: অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ করে গেল Redmi Note 12 Series। এই সিরিজ়ে রয়েছে মোট তিনটি ফোন, যাদের দাম শুরু হচ্ছে 15,499 টাকা থেকে। এই তিনটি ফোনের দাম ভিন্ন প্রাইস পয়েন্টে রাখা হয়েছে। মিড রেঞ্জের ফোনগুলিতে রয়েছে AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি এবং দ্রুতগামী চিপসেট। এদের মধ্যে প্রতিটি ফোনই IP53 রেটেড। Redmi Note 12 5G, Redmi Note 12 5G Pro এবং Redmi Note 12 5G Pro Plus এই তিন ফোনের দাম ও ফিচার সম্পর্কিত সব তথ্য একনজরে দেখে নিন।

Redmi Note 12 Series: ভারতে দাম

এই সিরিজ়ের প্রথম ফোন Redmi Note 12। একটা মাত্র স্টোরেজ মডেল রয়েছে ফোনটির। সেই 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের Redmi Note 12-র দাম ভারতে মাত্র 15,499 টাকা। তার ছিক পরেই রয়েছে Redmi Note 12 Pro, যার দাম ভারতে 20,999 টাকা। এই সিরিজ়ের এক্কেবারে হাই-এন্ড মডেলটি হল Redmi Note 12 Pro+, যা দাম শুরু হচ্ছে 25,999 টাকা থেকে। নতুন বছরের এই তিনটি 5G স্মার্টফোনই আপনি ক্রয় করতে পারবেন Mi-এর অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে।

Redmi Note 12 Series: স্পেসিফিকেশন, ফিচার্স

Redmi Note 12 Series-এর ফোনগুলিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। সফটওয়্যার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Android 12 আউট অফ দ্য বক্স। শাওমির তরফ থেকে দাবি করা হয়েছে, এই সিরিজ়ের ফোনগুলি টানা দুই বছর Android OS আপডেট এবং চার বছরের সিকিওরিটি প্যাচ আপডেট পেয়ে যাবে। তিনটি ফোনই 5G সাপোর্টেড এবং দামের উপরে ভিত্তি করে তাদের ফিচার ও স্পেসিফিকেশনে উনিশ-বিশ ফারাক রয়েছে।

Redmi Note 12 সিরিজ়ে রয়েছে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচত স্যাম্পলিং রেট 240Hz। এই ফোনগুলির ডিসপ্লে DCI-P3 কালার গ্যামুট সাপোর্ট করে। প্রো ও প্লাস মডেল দুটিতে এমনইস্ক্রিন দেওয়া হয়েছে, যা HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। সুরক্ষার জন্য ফোনগুলির ডিসপ্লে গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত।

পারফরম্যান্সের জন্য Redmi Note 12 5G ফোনে রয়েছে Snapdragon 4 Gen 1 চিপসেট। অন্য দিকে Redmi Note 12 Pro এবং 12 Pro+ ফোন দুটিতে সফটওয়্যার হিসেবে রয়েছে MediaTek Dimensity 1080 চিপসেট। সফটওয়্যার হিসেবে কিনটি ফোনেই MIUI 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

Redmi Note 12 5G ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 48MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যাম। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

এদিকে Redmi Note 12 Pro 5G ফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP এবং আর একটি 2MP লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে এই সিরিজ়ের টপ-এন্ড Redmi Note 12 Pro+ স্মার্টফোনে দেওয়া হয়েছে 200MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে সেই মডেলটিতে আরও একাধিক সেন্সর রয়েছে।

Redmi Note 12 5G সিরিজ়ের প্রতিটা ফোনেই দেওয়া হয়েছে 5,000mAh ব্যাটারি। তবে প্রতিটি মডেলের চার্জিং সাপোর্টে ফারাক রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি 33W চার্জিং সাপোর্ট করবে। অন্য দিকে Redmi Note 12 Pro এবং Pro+ যথাক্রমে 67W এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।