Redmi Note 12-এর দাম কমে গেল 8500 টাকা, পুজোর আগেই লুফে নিন অফার

Redmi Note 12 Price Cut: Redmi Note 12-এর আসল দাম 18999 টাকা। কিন্তু আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না। Amazon-এ বর্তমান সেলে এই স্মার্টফোনটি 11998 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আপনি যদি SBI কার্ড দিয়ে কেনেন, তাহলে আপনি ফোনের দাম 10499 টাকা হয়ে যাবে।

Redmi Note 12-এর দাম কমে গেল 8500 টাকা, পুজোর আগেই লুফে নিন অফার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 10:57 AM

সামনেই দুর্গা পুজো। আর তা চলে গেলেই হাতে থাকে মাত্র কয়েকটা দিন। তারপরেই চলে আসে কালী পুজো বা দীপাবলি। ফলে এত খরচের মাঝে একটি ফোন কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারছেন না। তার উপরে কম বাজেটে ভাল ফোন খুঁজছেন। আপনার চিন্তা দূর করার জন্য Xiaomi দীপাবলি উপলক্ষে Redmi Note 12-এ বিশাল ছাড় দিচ্ছে। কোম্পানি তার X হ্যান্ডেলে Redmi Note 12-এর নতুন দাম জানিয়েছে। আপনি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন ফোনটি। এমনকি এই Diwali With Mi Sale-এ ফোনটির দাম অনেকটাই কমানো হয়েছে।

Redmi Note 12 কত টাকায় সস্তা হয়েছে?

Xiaomi-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলের পোস্ট অনুযায়ী, আপনি সুপার AMOLED ডিসপ্লে সহ এই ফোনটি দিওয়ালি উইথ Mi সেল-এ (Diwali With Mi Sale) সস্তা দামে কিনতে পারবেন। কোম্পানি 18999 টাকার পরিবর্তে মাত্র 10499 টাকায় Redmi Note 12 দিচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, আপনি Amazon এবং Flipkart থেকেও এই স্মার্টফোনটি কিনতে পারবেন। সেখানেও দাম একই থাকবে।

Redmi Note 12-এর দাম:

Redmi Note 12-এর আসল দাম 18999 টাকা। কিন্তু আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না। Amazon-এ বর্তমান সেলে এই স্মার্টফোনটি 11998 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আপনি যদি SBI কার্ড দিয়ে কেনেন, তাহলে আপনি ফোনের দাম 10499 টাকা হয়ে যাবে। এছাড়াও এতে আরও একটি দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। এই ফোনে আপনি এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কাছে যদি পুরনো ফোন থাকে, তাহলে খুব সহজেই আপনি নতুন ফোনটি অনেক কম দামে কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ 11398 টাকা ছাড় পাবেন। অর্থাৎ, আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকলে আপনি মাত্র 600 টাকায় নতুন ফোনটি কিনে ফেলতে পারবেন।

Redmi Note 12-এর স্পেসিফিকেশন:

  • র‍্যাম এবং স্টোরেজ – 6GB র‍্যাম + 64GB স্টোরেজ
  • প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 অক্টা কোর
  • ক্যামেরা – 50MP ট্রিপল ক্যামেরা, 13MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি -5000mAh ব্যাটারি এবং 33W চার্জিং গতি
  • ডিসপ্লে – 6.67 ইঞ্চি AMOLED 120Hz অ্যাডাপটিভ সিঙ্ক