Redmi: ভারতে একসঙ্গে দাম বাড়ল ছয়টি রেডমি ফোনের! তালিকায় কোন কোন মডেল, দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 19, 2021 | 12:25 PM

রেডমি ৯ সিরিজের যে ফোনগুলির দাম বেড়েছে সেগুলি হল রেডমি ৯, রেডমি ৯ পাওয়ার, রেডমি ৯ প্রাইম এবং রেডমি ৯আই। অন্যদিকে রেডমি নোট ১০ সিরিজের দু'টি ফোন রেডমি নোট ২০টি ৫জি এবং রেডমি নোট ১০এস ফোনের দাম বৃদ্ধি পেয়েছে।

Redmi: ভারতে একসঙ্গে দাম বাড়ল ছয়টি রেডমি ফোনের! তালিকায় কোন কোন মডেল, দেখে নিন
একসঙ্গে ৬টি রেডমি ফোনের দাম বেড়েছে ভারতে।

Follow Us

অগস্ট মাসের শেষেই ভারতে একসঙ্গে রিয়েলমি সংস্থার পাঁচটি স্মার্টফোনের দাম বেড়েছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল রেডমি সংস্থার। শাওমির এই সাব ব্র্যান্ডের ৯ সিরিজের অর্থাৎ রেডমি ৯ সিরিজের চারটি ফোনের দাম বেড়েছে। সেই সঙ্গে রেডমি নোট ১০টি সিরিজেরও দুটো ফোনের দাম বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। রেডমি ৯ সিরিজের যে ফোনগুলির দাম বেড়েছে সেগুলি হল রেডমি ৯, রেডমি ৯ পাওয়ার, রেডমি ৯ প্রাইম এবং রেডমি ৯আই। অন্যদিকে রেডমি নোট ১০ সিরিজের দু’টি ফোন রেডমি নোট ২০টি ৫জি এবং রেডমি নোট ১০এস ফোনের দাম বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই অ্যামাজন, ফ্লিপকার্ট এই দুই জনপ্রিয় ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে বৃদ্ধি পাওয়া দামই দেখানো হচ্ছে। একই অবস্থা Mi.com- এও। টিপস্টার অভিষ্কে যাদবের মতে অফলাইন স্টোরেও এই দামই ধার্য হবে এখন থেকে।

কোন ফোনে কত দাম বেড়েছে দেখে নেওয়া যাক-

  • রেডমি ৯ ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৮৯৯৯ টাকা। বর্তমানে দাম ৯৪৯৯ টাকা। অর্থাৎ ৫০০ টাকা দাম বেড়েছে। এই ফোনেরই ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম একই রয়েছে, ৯৯৯৯ টাকা।
  • রেডমি ৯ পাওয়ার ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা থেকে ৫০০ টাকা বেড়ে হয়েছে ১১,৪৯৯ টাকা। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১১,৯৯৯ এবং ১৩,৪৯৯ টাকা। এই দুই মডেলের দাম বদলায়নি।
  • রেডমি ৯ প্রাইম ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৪৯৯ টাকা হয়েছে। এর দাম ছিল ৯৯৯৯ টাকা। অর্থাৎ বেড়েছে ৫০০ টাকা। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম একই রয়েছে, ১১,৯৯৯ টাকা।
  • রেডমি ৯আই ফোনের ক্ষেত্রে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৭৯৯ টাকা। অর্থাৎ ৩০০ টাকা দাম বেড়েছে। অন্যদিকে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম একই রয়েছে, ৯২৯৯ টাকা।
  • রেডমি নোট ১০টি ৫জি ফোনের ৪ জিবি+৬৪ জিবি মডেলের দাম ১৪,৪৯৯ থেকে বেড়ে হয়েছে ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ ৫০০ টাকা দাম বেড়েছে। অন্যদিকে ৬জিবি+১২৮জিবি ফোনের দামও ৫০০ টাকা বেড়েছে। ১৬,৪৯৯ টাকা থেকে হয়েছে ১৬,৯৯৯ টাকা।
  • রেডমি নোট ১০এস ফোনের দাম (৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ) ১৬,৪৯৯ টাকা। আগে দাম ছিল ১৫,৯৯৯ টাকা। এর ফোনের ৪ জিবি+১২৮ জিবি মডেলের দাম ১৪,৯৯৯ টাকা, একই রয়েছে।

আরও পড়ুন- Flipkart Smartphone Carnival: আইফোনের সঙ্গে অন্যান্য কোন সংস্থার ফোনে কত ছাড় রয়েছে দেখে নিন

Next Article